মায়ের সঙ্গে অমর্ত্যর বয়সের ফারাক ১৫ বছর? নোবেলজয়ীর বাড়িতে কমিশন
আজ তক | ০৭ জানুয়ারি ২০২৬
অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নির্বাচনী সভা থেকে দাবি করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে SIR হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। যদিও প্রথমে কমিশন জানিয়েছিল, তাঁকে SIR নোটিশ পাঠানো হয়নি। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভোলবদল কমিশনের। বুধবারই অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি 'প্রতীচী'-তে পৌঁছে যায় কমিশনের টিম। ধরানো হয় হিয়ারিংয়ের নোটিশ। কারণ, আরও অদ্ভূত।
বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ বাঙালি বলেই তাঁকে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। সঙ্গে এ-ও বলা হচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০% না জেনে কোনও মন্তব্য করেন না। নোবেলজয়ীর আত্মীয় এবং ঘনিষ্ঠদেরও বক্তব্য, শুধুমাত্র হয়রানির জন্যই এই নোটিশ।
জানা গিয়েছে, এদিন সকালে শান্তিনিকেকতেন 'প্রতীচী'-তে হিয়ারিংয়ের নোটিশ হাতে পৌঁছন BLO সোমব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরও ২ জন। যে নোটিশ অমর্ত্য সেনের নামে ইস্যু করা হয়েছে, তাতে লেখা হয়েছে, প্রবাসী ভারতীয় অমর্ত্য সেনের এনুমারেশন ফর্মে তথ্যগত ভুল রয়েছে। অমর্ত্য সেনের ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সঙ্গে মায়ের বয়সের পার্থক্য মোটে ১৫ বছর। যা স্বাভাবিক ভাবে প্রত্যাশিত নয়।
SIR-এর ভোটার তালিকায় নাম তুলতে গেলে যে প্রয়োজনীয় ১১টি নথি লাগবে, তার মধ্যে যেটি প্রয়োজনীয় দেখিয়ে এই ১৫ বছরের ফারাক স্পষ্ট করতে হবে নোবেলজয়ী অর্থনীতিবিদকে। ১৬ জানুয়ারি তাঁর শুনানির ডেট ধার্য হয়েছে। তবে যেহেতু তিনি প্রবীণ, ফলত অমর্ত্য সেনের বাড়িতেই হবে কমিশনের শুনানি। ওই দিন বেলা ১২টায় তাঁর হিয়ারিং হবে। এই সময়ের মধ্যে তাঁর সমস্ত কাজপত্র প্রস্তুত রাখতে বলেছে কমিশন।
মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে সভা ছিল অভিষেকের। সেখানে তিনি দাবি করেন, নোবেলজয়ী অর্থনীতিবিদকে SIR নোটিশ পাঠিয়েছে কমিশন। যদিও কিছুক্ষণের মধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছিল, অমর্ত্য সেনের ফিলআপ করা এনুমারেশন ফর্মে লজিক্যাল ডিসক্রিপেন্সি (তথ্যগত ভুল) রয়েছে। তাঁকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়নি।
এরপর এদিন ‘প্রতীচী’তে গিয়ে BLO নোটিশ ধরিয়ে এলে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পোস্ট, 'একজন নোবেলজয়ীকে সন্দেহের ঊর্ধ্বে রাখা উচিত। তাই না? কিন্তু যদি তিনি বাঙালি হন? তা হলে তাঁকে শুনানির নোটিশ দিতে হবে। যেন তিনি কোনও অপরাধী।'