• গাছ কাটার প্রতিবাদ, জগদ্দলে কয়রাপুর খাল সংস্কার বন্ধ করে দিলেন বাসিন্দারা
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: খাল সংস্কারের নামে পাড়ের মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনকী তার সঙ্গে গাছও কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে জগদ্দলের কয়রাপুর খাল সংস্কার বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা।

    জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রয়েছে অতি প্রাচীন কয়রাপুর খাল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের অভাবে এই খালটি নিছক একটি নালায় পরিণত হয়েছে। ফলে এলাকার জল সেভাবে পাস হতে পারছিল না, একটু বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছিল। তাই খালটি সংস্কারের জন্য তাঁরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। শেষে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে সেচদপ্তরের তরফে এই খাল সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়। রাজ্য সরকার এই সংস্কারের কাজের জন্য ১৯ কোটি টাকা অর্থ বরাদ্দ করে। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে সেচদপ্তরের উদ্যোগে খালের পলি উত্তোলনের কাজ শুরু হয়েছে। কিন্তু খালের মাটি তোলার পাশাপাশি সংলগ্ন বেশ কিছু প্রাচীন গাছও কাটা হয়। এনিয়ে তীব্র ক্ষোভ দেখান কৃষকরা। প্রতিবাদ তাঁরা খাল সংস্কারের কাজ বন্ধ করে দিয়েছেন। মাটি ও গাছ কেটে বিক্রির প্রতিবাদ জানিয়েছেন ওই কৃষকরা। খাল সংস্কারের কাজ পরিদর্শনে আসা সেচদপ্তরের ইঞ্জিনিয়ার, অফিসারদের ঘিরে তাঁরা বিক্ষোভও দেখান।

    বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, খাল সংস্কারের নামে মাটি ও গাছ কাটা চলবে না।

    এলাকার বাসিন্দাদের বক্তব্য, বহুদিন পর রাজ্য সরকার এই খাল সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা যারপরনায় খুশি হয়েছিলাম। কিন্তু কিছু অসাধু লোক গাছ কেটে, মাটি বিক্রি করে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই কারণেই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। খাল সংস্কার হোক, মাটি তোলা হোক, কিন্তু তা শুধু বিক্রি করা যাবে না। এমনকী গাছ কাটাও যাবে না।

    তবে খাল পরিদর্শনে আসা ইঞ্জিনিয়ার, আধিকারিকদের সাফাই, প্রশাসনিক স্তরে অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে। খাল সংস্কারের প্রয়োজনীয়তা ছিল। সেই জন্যই গাছগুলোকে কাটতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর ফের তাঁরা কাজ শুরু করবেন। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে সকলের সঙ্গে আলোচনা করা হবে।
  • Link to this news (বর্তমান)