• হাজিরা দিতে হবে না অমর্ত্য সেনকে
    দৈনিক স্টেটসম্যান | ০৭ জানুয়ারি ২০২৬
  • সম্প্রতি তৃণমূলের সাংসদ দেব এবং ক্রিকেটার মহম্মদ শামির কাছেও নোটিস গিয়েছিল কমিশনের। এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের জন্য নোবেল পুরস্কার এনে দেওয়া অমর্ত্য সেনকেও নোটিস পাঠানো হয়েছে। অভিষেক প্রশ্ন তুলেছেন, ‘এভাবে একজন বিশিষ্ট ব্যক্তিকেও হেনস্থা করা হলে সাধারণ মানুষদের কী হবে?’ অমর্ত্য সেনের জন্মস্থান শান্তিনিকেতন। দীর্ঘ সময় বিদেশে থাকলেও ভারতের নাগরিক হিসেবেই বসবাস করেন এবং নিয়মিত ভোটাধিকার প্রয়োগও করেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)