• ১৪ মিনিটে ১৪ লাখি সোনার গয়না চুরি! উত্তরপ্রদেশে হাতসাফাই মহিলা গ্যাংয়ের, ভাইরাল ভিডিও
    প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ মিনিট ১৪ লক্ষ টাকার সোনার গয়না চুরি! ক্রেতা সেজে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি গয়নার শোরুমে ঢুকেছিল অভিযুক্ত ‘মহিলা গ্যাং’। এরপরেই চিচিংফাঁক! গোটা ঘটনাটি ধরা পড়েছে শোরুমের সিসিটিভি ক্যামেরায়। দুঃসাহসিক চুরির সেই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

    চুরি হয়েছে প্রয়াগরাজের কল্যাণ জুয়েলার্সে। একসঙ্গে একাধিক মহিলা শোরুমে ঢোকেন। গয়না কেনার আগ্রহ দেখিয়ে বিক্রেতার সঙ্গে কথাবার্তা শুরু করেন তাঁরা। এক সময় এক বিক্রেতা কাউন্টারের বাইরে গিয়ে বিভিন্ন গয়না দেখাচ্ছিলেন। সেই সুযোগ কাজে লাগান এক মহিলা। গোটাটাই ধরা পড়েছে শোরুমের সিসিটিভি ক্যামেরায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কাউন্টারে যখন বিক্রিতা ছিলেন না, সেই ১২-১৪ মিনিট কাজে লাগিয়ে ডিসপ্লে কেস থেকে চুপিসারে সোনার কানের দুল রাখা একটি ডিসপ্লে প্যাড তুলে নেন এক মহিলা। মুহূর্তের মধ্যেই সেটি পাশের আর এক মহিলার হাতে তুলে দেওয়া হয়। তিনি শাল বা ওড়নার আড়ালে গয়নাগুলি লুকিয়ে ফেলেন। মহিলারা নির্বিঘ্নে শোরুম ছেড়ে চলেও যান।

    দিনের শেষে স্টক মেলাতে গিয়ে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর চক্ষু চড়কগাছ হয় বিক্রেতাদের। চুরির ঘটনা ধরা পড়ে যায়। এরপর শোরুম কর্তৃপক্ষের তরফে সিভিল লাইন্স থানায় চারজন অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিভিল লাইন্স থানার ইনচার্জ রাম আশ্রয় যাদব জানিয়েছেন, শোরুমের সিসিটিভি ফুটেজের পাশাপাশি আশপাশের রাস্তার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে একাধিক দল নামানো হয়েছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
  • Link to this news (প্রতিদিন)