• বিয়েবাড়িতে আপ নেতাকে গুলি করে খুন! অমৃতসরে এনকাউন্টারে খতম অভিযুক্ত গ্যাংস্টার
    প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই পাঞ্জাবে ভরা বিয়ে বাড়িতে আপ নেতাকে গুলি করে খুন করে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সেই ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার হারনুর সিংকে এনকাউন্টারে খতম করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার নির্দেশেই আপ পঞ্চায়েত প্রধান জরনৈল সিংকে খুন করে দুই দুষ্কৃতী।

    মঙ্গলবার গোপন সূত্রে তরণ তারণ জেলার পুলিশের কাছে খবর আসে, ভিখিউইন্ড থানা এলাকায় হারনুর লুকিয়ে রয়েছে। এরপরই তাকে গ্রেপ্তার করতে যৌথ অভিযানে নামে পুলিশ এবং অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালাকালীন কোণঠাসা হয়ে পড়ে ওই হরনুর। এরপরই একটি বাইকে করে সেখান থেকে চম্পট দেয় সে। গ্যাংস্টারকে ধরতে পিছনে ধাওয়া করে পুলিশ। জানা গিয়েছে, কিছুটা যাওয়ার পর একটি সিগন্যালে দাঁড়ায় হরনুরের বাইকটি। এরপরই সে পুলিশকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। পালটা জবাব দেয় বাহিনীও। তাতেই গুরুতর আহত হয় হরনুর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতলে ভর্তি করানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

    ডিআইজি স্নেহ দ্বীপ শর্মা বলেন, “অভিযুক্তকে যখন পুলিশের দল ঘিরে ফেলে, তখনই সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একটি গুলি এক পুলিশকর্মীর গায়ে এসে লাগে। যদিও তাঁর কোনও ক্ষতি হয়নি। এরপরই আমরা পালটা গুলি চালাই। তাতেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

    উল্লেখ্য, রবিবার তরণ তারণ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভলতোহা এলাকায় পঞ্চায়েতের প্রধান তথা আপ নেতা জরনৈল সিং।  সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। জনসমক্ষে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আপনেতা লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
  • Link to this news (প্রতিদিন)