• বৃহস্পতিবারের মধ্যে দেশে ফেরানো হবে আমেরিকায় নিহত ভারতীয় তরুণীর দেহ, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
    প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় নিহত ভারতীয় তরুণীর দেহ বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। বুধবার এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিসান রেড্ডি। এ-ও জানালেন, এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্ম শেষ হয়ে গিয়েছে।

    এক্স হ্যান্ডলে পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “আমেরিকার মেরিল্যান্ডে নিকিতা গোডিসালার দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে একটি বিষয় জানানোর আছে। সমস্ত প্রক্রিয়া শেষ। তাঁর দেহ আজ অথবা আগামিকাল দেশে ফিরিয়ে আনা হবে।” নিকিতার পরিবার কিসানের সঙ্গে যোগাযোগ করেছিল। মেয়ের দেহ ফিরিয়ে আনার বন্দোবস্ত করার আর্জি জানিয়েছিল তারা। তার পরেই বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করেন কিসান।

    প্রসঙ্গত, বছর ছাব্বিশের নিকিতা আমেরিকার মেরিল্যান্ডে থাকতেন। একটি বেসরকারি সংস্থায় ডেটা অ্যানালিস্টের কাজ করতেন তিনি। নিকিতা খুনে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা। তামিলনাড়ু থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল। গত ২ জানুয়ারি অর্জুন মার্কিন পুলিশের দ্বারস্থ হয়ে জানিয়েছিলেন, নিকিতার খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্ষবরণের রাতে তাঁকে শেষবার দেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছিলেন অর্জুন। এর পরেই তদন্তে নেমে নিকিতার দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের আঘাতের একাধিক চিহ্ন ছিল। তা দেখে তদন্তকারীদের অনুমান, তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাচক্রে যে বাড়ি থেকে নিকিতার দেহ উদ্ধার হয়েছে, সেটি অর্জুনেরই। সেই বাড়িতে ভাড়া থাকতেন নিকিতা। এর পরেই অর্জুনের খোঁজ শুরু হয়। তখনই তদন্তকারীরা জানতে পারেন, অর্জুন আমেরিকা ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)