‘ন্যূনতম বেতন করতে হবে ১৫ হাজার’, আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
ফারুক আলম, সল্টলেক: আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান (ASHA Workers Protest) ঘিরে ধুন্ধুমার। বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আজ বুধবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেন আশাকর্মীরা। সেই মতো অভিযান শুরু হতেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আশাকর্মীরা।
শুধু তাই নয়, পুলিশের তরফে করা একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আশাকর্মীরা (ASHA Workers Protest)। পৌঁছে যান স্বাস্থ্যভবনের গেটের সামনে! যা নিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের আকার নেয় সল্টলেক। আশাকর্মীদের দাবি, ন্যূনতম বেতন তাঁদের ১৫ হাজার টাকা করতে হবে। এই বিষয়ে পদক্ষেপ করা না হলে স্বাস্থ্যভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসে যাওয়ার হুঁশিয়ারি আশাকর্মীদের।
অন্যদিকে নিরাপত্তার কথা ভেবে বন্ধ রাখা হয়েছে স্বাস্থ্য দপ্তরের গেট। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। রাজ্যজুড়ে প্রায় তিন হাজার আশাকর্মী রয়েছেন। ন্যূন্যতম বেতন ১৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন তাঁরা। যদিও কয়েক দফায় তাঁদের ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু রয়ে গিয়েছে ক্ষোভ। আজ বুধবার ন্যূন্যতম বেতন ১৫ হাজার টাকা করা-সহ একাধিক দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচির ডাক দেন আশাকর্মীরা। সেই মতো সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় স্বাস্থ্যভবন-সহ গোটা এলাকা। তৈরি করা হয় একাধিক ব্যারিকেড।
কিন্তু স্বাস্থ্যভবনের দিকে আশাকর্মীদের মিছিল কিছুটা এগোতেই তা আটকে দেওয়া হয়। এরপরেই দ্রুত পরিস্থিতি বদলে যায়। একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একের পর এক ব্যারিকেড ভেঙে আশাকর্মীরা স্বাস্থ্যভবনের দিকে এগোতে শুরু করেন। শুধু তাই নয়, পুলিশের সঙ্গেও ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খান পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, বর্তমানে স্বাস্থ্যভবনের গেটের বাইরেই অবস্থান বিক্ষোভে বসে গিয়েছেন আশাকর্মীরা। দাবি মানা না হলে অবস্থানে বসে থাকারও হুঁশিয়ারি আন্দোলনকারীদের।