• দক্ষিণেশ্বর থেকে ব্লু লাইনে রাতে বাড়ছে মেট্রো, বিমানবন্দর রুটেও অতিরিক্ত পরিষেবা
    প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
  • নব্যেন্দু হাজরা: কলকাতা মেট্রোর ব্লু লাইন নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগের অন্ত নেই। সেই ব্লু লাইনেই বাড়ছে মেট্রো পরিষেবা। এবার থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত কর্মব্যস্ত দিনে আপ ও ডাউনে ১৪১টি করে মোট ২৮২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ওই রুটে ২৭২টি মেট্রো চলাচল করে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম রুটেও বাড়ছে মেট্রো।

    কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, মেট্রোর সংখ্যা বাড়লেও। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই। নির্দিষ্ট সময়মতো সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো ছাড়বে। সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা শুরু হবে। আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম থেকে দমদমে শেষ মেট্রোর সময়েও কোনও পরিবর্তন নেই। রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, রাত ৯টা ৩৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, রাত ৯টা ৪৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত শেষ মেট্রোর সময় বদলেছে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৮ মিনিটে।

    আবার জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি রুটেও বাড়ল মেট্রো। সকাল ৮টা ১৮ মিনিটে এই রুটে প্রথ মেট্রো পাওয়া যাবে। তারপর সকাল ৯টা ১২ মিনিট, সকাল ৯টা ৩৬ মিনিট, বিকেল ৫টা ৪৭ মিনিট পাওয়া। এই রুটে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টায়। সকাল ৯টা ৩৬ মিনিট এবং রাত ৯টার মেট্রোর সময়সীমায় কোনও পরিবর্তন নেই। এই সরাসরি মেট্রোগুলির ক্ষেত্রে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার অথবা শহিদ ক্ষুদিরাম থেকে ওঠা যাত্রীদের আর নোয়াপাড়া স্টেশনে নেমে মেট্রো বদল করতে হবে না। সরাসরি বিমানবন্দরে পৌঁছতে পারবেন যাত্রীরা। তবে যাত্রীদের দাবি, শুধু মেট্রোর সংখ্যা বৃদ্ধিই নয়। উন্নততর পরিষেবার দিকে আরও নজর দিক কর্তৃপক্ষ।
  • Link to this news (প্রতিদিন)