• কলকাতার বুকে বিধ্বংসী আগুন, লেলিহান শিখার কবলে একের পর এক বাড়ি
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • আনন্দপুরের নোনাডাঙায় বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যায় নোনাডাঙার মাতঙ্গিনী কলোনিতে আগুন লাগে। আগুনের গ্রাসে গিয়েছে একাধিক ঝুপড়ি ও বাড়ি। লেলিহান শিখার গ্রামে একাধিক পরিবারের সব সঞ্চয়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ প্রথম আগুন নজরে এসেছে। দমকলের ৭টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে, তবে সন্ধ্যা সাড়ে ৭টার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

    সূত্রের খবর, ওই এলাকার একাধিক বাড়িতে গ্যাস সিলিন্ডার হয়েছে। তার সঙ্গে বহু পরিমাণে দাহ্য বস্তুও মজুত রয়েছে। সেই কারণেই দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা সামনে আসেনি। কী কারণে আগুন লেগেছে তা বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ বা দমকলের তরফে জানা যায়নি।

  • Link to this news (এই সময়)