• ‘৫ বছর সংসদে কি বহিরাগত ছিলেন?’, হিয়ারিংয়ের নোটিস পেয়ে প্রশ্ন প্রাক্তন সাংসদের
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • SIR-এর শুনানিতে ডাক পেলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের প্রাক্তন SUCI সাংসদ তথা চিকিৎসক তরুণকুমার মণ্ডল। জয়নগরের প্রাক্তন জনপ্রতিনিধির বাড়ি শিবপুরে। বি গার্ডেনের কলেজঘাট রোডে পূর্তদপ্তরের অফিসে শুনানিতে হাজির হতে বলা হয় তাঁকে। সেই মতো শুনানিতে হাজিরও হন। তবে হাজিরা দিলেও তরুণ মণ্ডল প্রশ্ন তোলেন, ‘২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভায় কী কোনও বহিরাগত লোক সাংসদ ছিলেন?’

    ২০০২ সালের SIR তালিকায় তরুণ মণ্ডলের নাম নেই। রয়েছে তাঁর মায়ের নাম। সেই তথ্য দিয়েছিলেন। তবুও তাঁকে SIR-এর শুনানিতে ডাকা হয় বলে জানান প্রাক্তন সাংসদ। তরুণ মণ্ডলের দাবি, BLO তাঁকে ফোন করে হিয়ারিংয়ের বিষয়ে জানান।

    কাজের সূত্রে সেই সময়ে বাইরে থাকার কারণে ২০০২ সালের তালিকায় নাম না থাকতে পারে বলে অনুমান প্রাক্তন এই জনপ্রতিনিধির। তবে সেখানে নাম না থাকলেও ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত সাংসদ ছিলেন। ২০১৪ সালেও ভোটে দাঁড়ান, যদিও সে বার হেরে যান। এ দিন হিয়ারিংয়ে গেলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কি না তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না। প্রশ্ন তুলছেন, এই হয়রানির অর্থই বা কী?

  • Link to this news (এই সময়)