• ‘ওটা তো মুসলমানদের…’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এ বার বিতর্কিত মন্তব্য BJP বিধায়কের, সরব তৃণমূল
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • যে মহিলাকরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আর্থিক সাহায্য নেন, তাঁদের ‘ঘরবন্দি’ করে রাখার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন ঘাটালের BJP নেতা কালীপদ সেনগুপ্ত। রাজ্য সরকারের জনপ্রিয় এই প্রকল্পকে এ বার ‘মুসলমানের ভাণ্ডার’ বললেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সমাজের একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্যেই এই প্রকল্প বলেও দাবি করলেন তিনি। বিজেপি বিধায়কের মন্তব্যের চরম সমালোচনা তৃণমূল নেতৃত্বের।

    মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এই সভায় বক্তব্য রাখতে উঠে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘মাসে মাসে বাড়ির মহিলারা যে এক হাজার টাকা হাতে পাচ্ছেন তা লক্ষ্মীর ভাণ্ডার নয়, তা আসলে মুসলমান ভাণ্ডার।

    নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন বাঁকুড়ার বিধায়ক। তাঁর বক্তব্য, ‘অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা। স্বাভাবিকভাবে সেই পরিবারগুলি মাসিক এক হাজার টাকা পাচ্ছে। অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবারে একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবারপিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা পাচ্ছেন। সমাজের বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতেই এই প্রকল্প।’

    বিষয়টি নিয়ে ওন্দার বিজেপি বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস বোস। তাঁর কথায়, ‘উনি ওঁর মন্তব্য করেছেন। তবে লক্ষ্মীর ভাণ্ডারে হিন্দুরা যত না উপকৃত হয়, তার থেকে সংখ্যালঘুরা বেশী উপকৃত হয় সেই বিষয়টা উনি বলেছেন।’

    উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের চালু করা সব প্রকল্প চালু রাখা হবে। এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও বহুবার মন্তব্য করেছেন, বিজেপি ক্ষমতায় এলে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের অর্থের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে।

    বিজেপি বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করে তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ওঁদের খুব মাথাব্যথা হচ্ছে। লক্ষ্মীকে কখনও বলছে ঘরবন্দি করতে, কখনও লক্ষ্মীকে মুসলমান বলছে। লক্ষ্মীর সঙ্গে মুসলমান বিষয়টা কী করে আসে বুঝলাম না। লক্ষ্মী রূপে নারী শক্তি ওঁদের বধ করবে।

  • Link to this news (এই সময়)