• ঠান্ডায় কাবু উত্তর থেকে দক্ষিণ, ১০-এর ঘরে কলকাতার তাপমাত্রা, পিকচার কি অভি বাকি হ্যয়?
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • সকালে ঘুম থেকে ওঠার সময়ে কষ্টে লেপ-কম্বল ছাড়তে হচ্ছে শহরবাসীকে। প্রায় প্রত্যেক দিনই নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলছে শীত। মরশুমের শুরু থেকে দুর্দান্ত ইনিংস খেলছে শীত। সঙ্গে পাল্লা দিচ্ছে ঘন কুয়াশাও। রোদের অভাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ঘুম থেকে উঠেও ভাবতে হচ্ছে সত্যিই সকাল হয়েছে তো।

    আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। কার্যত দেখাই মিলছে না রোদের। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের আগে এই জবুথুবু পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

    শুধু শহর কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডায় একেবারে জবুথুবু অবস্থা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দুই বঙ্গেই তাপমাত্রা থাকবে সিঙ্গল ডিজ়িটের ঘরে। সঙ্গে বীরভূম ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বজায় থাকবে কুয়াশার দাপটও। যার জেরে ট্রেন এবং বিমান চলাচল-সহ প্রভাব পড়ছে সাধারণ জনজীবনে। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণও।

    আগামী কয়েক দিন উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও আপাতত বজায় থাকবে হাড় কাঁপানো ঠান্ডার দাপট। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

    আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উত্তুরে হাওয়ার গতিপথ বদলে গিয়েছে। যার জেরেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক এবং হিম-শীতল হাওয়া বিনা বাধাই রাজ্যে প্রবেশ করছে। এর ফলেই হুহু করে কমছে তাপমাত্রা। আগামী রবিবার পর্যন্ত সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)