সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি। এই অভিযোগ তুলে একের পর এক অ্যাম্বুল্যান্স ভাঙচুরের অভিযোগ হাওড়ায়। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আন্দুলের একটি বেসরকারি হাসপাতালের সামনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় এক রোগীকে ওই নার্সিংহোমে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। নার্সিংহোমের চিকিৎসকরা জানান, এখানে ওই রোগীর চিকিৎসা ঠিকমতো হবে না। তারা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নার্সিংহোমের বাইরে অ্যাম্বুল্যান্স থাকলেও চালক পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে বাইরে থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এসে অন্য একটি নার্সিংহোমে যান। সেখানে চিকিৎসকরা জানান রোগীর মৃত্যু হয়েছে।
ওই হাসপাতালে এক চিকিৎসক বলেন, ‘আমাদের এখানে এক রোগীকে আনা হয়েছিল। উনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন বলে আমরা অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলি। উনি বাইরে গিয়ে অ্যাম্বুল্যান্স চালককে পাননি। এর পরে অ্যাম্বুল্যান্সে ভাঙচুর করা হয়েছে।’
খবর পেয়েই ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।