• ইতিহাসের পুনরাবৃত্তি: বাজপেয়ী জমানার পরে ফের রবিবার বাজেট, কবে শুরু অধিবেশন?
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • আড়াই দশক পরে কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে রবিবার। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। ওই দিন লোকসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ক্যাবিনেট কমিটি। ওই দিন শেয়ার বাজারও খোলা থাকতে পারে বলে জানা গিয়েছে।

    ২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করে আসছেন নির্মলা। এর আগে ফেব্রুয়ারির শেষ দিনে বাজেট হতো। চলতি বছরে ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায় বাজেট পেশের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে বলে মনে করেছিলেন অনেকেই। তবে ক্যাবিনেট কমিটি জানিয়ে দিয়েছে, ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় অষ্টম বারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

    অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শেষবার ১৯৯৯ সালে রবিবার বাজেট পেশ হয়েছিল। সেটাও ছিল NDA জমানা। সেই বছর প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অর্থমন্ত্রী যশবন্ত সিনহা রবিবার বাজেট পেশ করেছিলেন। তখন অবশ্য ফেব্রুয়ারির শেষ দিনে বাজেট হতো।

    এ বার সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। ওই দিন সেন্ট্রাল হলে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা। পরের দিন অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ হবে।

    রবিবার সংসদের অধিবেশন বিরল ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এর আগে ২০২০ সালে কোভিডের সময়ে জরুরি পরিস্থিতিতে রবিবার সংসদ অধিবেশন ডাকা হয়েছিল। এ ছাড়া সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালের ১৩ মে বিশেষ অধিবেশন বসেছিল রবিবার।

  • Link to this news (এই সময়)