নদিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত তিন, আহত বহু
আজকাল | ০৮ জানুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার ধুবুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৬ জন। নিহতরা রোজিনা খাতুন (২৫) এবং রশিদ শেখ (৬) জানা গিয়েছে। তৃতীয় ব্যক্তি একজন পুরুষ এবং তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মৃত তিনজনই বাসযাত্রী বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বুধবার সন্ধে সোয়া ছ'টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বাস কলকাতার দিকে এবং অপরটি বহরমপুরের দিকে যাচ্ছিল। ধুবুলিয়া থানার বাহাদুরপুর ফরেস্ট এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর তাদের সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি বাসই প্রচন্ড গতিতে ছুটছিল।
ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়। স্থানীয় ধুবুলিয়া থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ দুটি বাসকেই সরিয়ে নিয়ে যায়। বাকিদের চিকিৎসার ব্যবস্থা করে। রাস্তা পরিষ্কার করে যান চলাচলের ব্যবস্থা স্বাভাবিক করে।