• ব্লু লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন বছরে সুখবর মেট্রো যাত্রীদের জন্য। ব্লু লাইনে বৃহস্পতিবার ৮ জানুয়ারি থেকে বাড়ছে পরিষেবা। ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর) সোমবার থেকে শুক্রবার আপ–ডাউন মিলিয়ে ১০টি অতিরিক্ত রেক চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এছাড়া কলকাতা বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম সরাসরি যাতায়াতের মেট্রো পরিষেবা আগের তুলনায় বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

    মেট্রো বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে সোম থেকে শুক্রবার আপ–ডাউন মিলিয়ে মোট ২৭২টি ট্রেন চলত। তবে ৮ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে সংখ্যাটা বেড়ে হচ্ছে ২৮২। সকালের মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। যেমন সময়ে মিলত, তেমনই মিলবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোর সময়েও পরিবর্তন হচ্ছে না। ছাড়বে রাত ‌৯টা ৩৪ মিনিটে। তবে নতুন মেট্রো পরিষেবাটি দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের উদ্দেশে ছাড়বে রাত ৯টা ৩৮ মিনিটে। 

    এছাড়াও, কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো সংখ্যাও বৃহস্পতিবার থেকে বৃদ্ধি পাচ্ছে। ১৫ ডিসেম্বর প্রথম এই লাইনে সরাসরি দু’টি ট্রেন চালু করেছিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। একটা সকালে আর রাতে। সূচি অনুযায়ী, দু’টি মেট্রো ছাড়ে বিমানবন্দর স্টেশন থেকে। তার পরে তা নোয়াপাড়া হয়ে পৌঁছে যায় শহিদ ক্ষুদিরামে। বৃহস্পতিবার থেকে আরও তিনটি রেক চালানো হবে। বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা ১৮ মিনিটে। তার পরের মেট্রো সকাল ৯টা ১২ মিনিট। বর্তমানে ৯টা ৩৬ মিনিটে যে ট্রেনটি বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার জন্য ছাড়ে, সেটাও চলবে। তার পরে বিকেল ৫টা ৪৭ মিনিটে আরও একটি মেট্রো পাওয়া যাবে এই লাইনে। আর শেষ মেট্রো মিলবে রাত ৯টায়।

    এদিকে, জানুয়ারি মাসের টানা চার রবিবার অর্থাৎ ৪, ১১, ১৮ ও ২৫ জানুয়ারি কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীদের ভিড় ও চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

    এই চারটি রবিবার ব্লু লাইনে মোট ১৬০টি পরিষেবা (৮০ আপ + ৮০ ডাউন) চালানো হবে। সাধারণত রবিবারে যেখানে ১৩০টি ট্রেন চলে, সেখানে এবার পরিষেবা বাড়ানো হয়েছে। বাড়তি ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।



     
  • Link to this news (আজকাল)