নদিয়ায় দুই বাসের ধাক্কা, মৃত কমপক্ষে তিন জনের, আহত বহু
দৈনিক স্টেটসম্যান | ০৮ জানুয়ারি ২০২৬
স্থানীয় সূত্রে খবর, বিকেলে বহরমপুরগামী একটি যাত্রিবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দেয় কৃষ্ণনগরগামী একটি যাত্রিবাহী বাস। বহরমপুরগামী বাসে থাকা সকল যাত্রীই কমবেশি আহত হন। কৃষ্ণনগরগামী বাসটি সংঘর্ষের জেরে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। বাকি যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় একজনের।
আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে এক যাত্রীর। পুলিশ সূত্রে খবর, জখম যাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসা হয়েছে প্রত্যেকের।
পুলিশ মারফত মৃতদের নাম, পরিচয় জানা গিয়েছে। ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা ৫০ বছরের ঝড়ু শেখের মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে রফিদ শেখ নামে ৬ বছরের একটি শিশুর।
মারা গিয়েছেন ২৫ বছরের রোজিনা খাতুন। মৃত শিশু এবং যুবতীর বাড়ি সোনডাঙা এলাকায়। মৃত এবং আহতদের প্রত্যেকেই দুর্ঘটনাগ্রস্ত বহরমপুরগামী বেসরকারি বাসটির যাত্রী ছিলেন। স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান বলে খবর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে যানজট দেখা যায়। সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশি নজরদারি নেই। অন্য দিকে, জাতীয় সড়কে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে পুলিশ।