মৃত মোজাম্মেল শেখের বয়স ৬৫ বছর। তাঁর বাড়ি মুর্শিদাবাদের নওদা ব্লকের বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় মোজাম্মেলের নাম ছিল। কিন্তু সেই নামের সঙ্গে তাঁর ভোটার কার্ডের তথ্যের একাধিক অসঙ্গতি ছিল। দুই জায়গায় দু’রকম নাম ছিল তাঁর।
সেই কারণে গত ৩১ ডিসেম্বর তাঁকে শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে হাজিরাও দিয়েছিলেন মোজাম্মেল। তারপর থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। দেশছাড়া হওয়ার আতঙ্ক তাঁকে গ্রাস করে নিয়েছিল। এই আবহে মঙ্গলবার আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবারই গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অনুমান, অতিরিক্ত মানসিক চাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তাঁদের কথায়, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে মোজাম্মেলের। এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকে আত্মঘাতী হয়েছেন আবার অনেকে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। এই সব ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলক কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে একাধিকবার