কোনও রাখঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি AIMIM-এর সঙ্গে জোট বিজেপির!
প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন আসাদউদ্দিন ওয়েইসির AIMIM-কে ‘বিজেপির বি’ টিম বলে অভিযোগ করত অন্য বিরোধীরা। অভিযোগ তোলা হত, হায়দরাবাদের সাংসদের দল সংখ্যালঘু ভোট কেটে ঘুরিয়ে বিজেপির সুবিধা করে দেয়। প্রকাশ্যে ওয়েইসি বা বিজেপি কোনওদিনই এই ধরনের কোনও জোটের কথা স্বীকার করেনি। কিন্তু এবার প্রকাশ্যেই একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে দুই দল।
মহারাষ্ট্রের আকোলার আকোট পুরসভায় ওই নয়া সমীকরণ দেখা যাচ্ছে। ৩৫ আসন বিশিষ্ট ওই পুরসভায় বিজেপি পেয়েছে ১১টি আসন। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ৬ আসন। AIMIM পেয়েছে ৫ আসন। ৬টি আসন পেয়েছে অন্যান্য দলগুলি। বিজেপি ওই পুরসভায় বহুজন বিকাশ আঘাড়ি ও কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে বাকি সবকটি দলকে এক ছাতার তলায় এনে আকোট বিকাশ মঞ্চ নামের একটি জোট গঠন করছে। তাতে স্বাভাবিক ভাবেই AIMIM-ও আছে জোটে।
বিজেপি যারা কিনা তথাকথিত হিন্দুত্ববাদীদের দল, তাঁরা জোট করছে AIMIM-এর সঙ্গে। তাও স্রেফ কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য। যা নিয়ে স্বাভাবিকভাবেই তোপ দাগছে বিরোধী শিবির। অস্বস্তিতে পড়ে যাচ্ছে গেরুয়া শিবির। যদিও এই খবর ঠাওর হতেই আসরে নামে বিজেপির রাজ্য নেতৃত্ব। খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলে দিচ্ছেন, “এই জোট মানা যাবে না। যদি কোনও স্থানীয় নেতা এই ধরনের সিদ্ধান্ত নিয়েও থাকেন, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ওই জোট ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
বিজেপি যতই নিচুতলার কর্মীদের শাস্তির নির্দেশ দিক না কেন, কার্যক্ষেত্রে ওই জোট অস্বস্তি বাড়িয়েছে দু’দলেরই। তবে গেরুয়া নেতাদের সাফাই, এই জোট একেবারে স্থানীয় স্তরে। রাজ্য বা বৃহত্তর রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। যারা ওই সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল।