• গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে নেপাল, সিল রক্সৌল সীমান্ত, মৈত্রী সেতুতেও বাড়ল নিরাপত্তা
    প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
  • বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: জেন জি আন্দোলনের রেশ না-কাটতে নতুন করে ফের উত্তপ্ত নেপাল। সাম্প্রদায়িক উত্তেজনায় ফুটছে গৌতম বুদ্ধের জন্মভূমি! পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বীরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে নেপাল প্রশাসন। এরপরেই সিল করে দেওয়া হল দক্ষিণ নেপালের ভারত সীমান্ত। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ আসার পরেই সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবির তরফে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিহারের রক্সৌল সীমান্তে পুরোপুরি যাতায়াত বন্ধ। ভারত-নেপাল সংযোগকারী মৈত্রী-সেতু সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তেও চলছে আধাসামরিক বাহিনীর জোরদার টহল। আতঙ্কে নেপাল থেকে ভারতে ফিরছেন বহু শ্রমিক। 

    জানা গিয়েছে, রবিবার বিতর্কিত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরেই দক্ষিণ নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে বিক্ষোভ শুরু হয়। ভারত সীমান্তবর্তী নেপালের কিছু অংশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। পারসা জেলার সাকুয়া মারান এলাকায় উত্তেজনা চরমে ওঠে। ধর্মস্থানেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আক্রান্ত হতে হয় নেপাল পুলিশকেও। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও বীরগঞ্জ ও সংলগ্ন এলাকা থমথমে। নেপালে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

    এরপরেই ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেপাল-ভারত সীমান্তের সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং উত্তেজনা না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বিহারের রক্সৌল জেলার কাছে নেপালের বীরগঞ্জ শহরে উত্তেজনার জেরে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রক্সৌল সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সীমান্তে সাধারণ নাগরিকদের চলাচল বন্ধ। ভারত ও নেপালকে সংযোগকারী মৈত্রী সেতুতে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে একটি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। তবে শুধুমাত্র মৈত্রী সেতু নয়, সীমান্তবর্তী সহদেওয়া, মহাদেওয়া, পান্তোকা, সিওয়ান টোলা, মুশারওয়া, পানিট্যাঙ্কিতেও টহল বাড়ানো হয়েছে।

    নেপালের এমন অস্থির পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন সেখানে কর্মরত ভারতীয় শ্রমিকরা। নিরাপত্তার অভাবে তাঁরা দলে দলে ভারতে ফিরতে শুরু করেছেন। গত গত সেপ্টেম্বর মাসেই জেন জি আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল নেপাল। ওই আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব পড়ে দেশের রাজনীতিতে। সেই রেশ না-কাটতে নতুন করে নেপাল অশান্ত হওয়ায় বেড়েছে উদ্বেগ।
  • Link to this news (প্রতিদিন)