• শমীকের নয়া কমিটিতে ঠাঁই হল না বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের! নেপথ্যে জানেন কোন কারণ?
    প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাজনৈতিক ‘প্রভাব’ কমল বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের! বিজেপির নতুন রাজ্য কমিটিতে নাম নেই তাঁর। এর আগে রাজ্য কমিটিতে অন্যতম সম্পাদক পদে থাকলেও নতুন কমিটিতে ঠাঁই হল না লক্ষণের। বিজেপি অন্দরে গুঞ্জন, একাধিক ইস্যুতে দলের নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো না! রয়েছে একাধিক অভিযোগ। আর সেটাই কমিটিতে জায়গার না পাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। যদিও এখন রাঢ় বঙ্গের আহ্বায়ক হিসাবে রয়েছেন বিজেপি বিধায়ক। কিন্তু বিজেপি সূত্রের খবর, সেই পদ নিয়েও ভবিষ্যতে অনিশ্চয়তা রয়েছে। নতুন রাজ্য কমিটির সম্পাদক পদে যারা রয়েছেন, তাদের মধ্যেই কেউ রাঢ় বঙ্গের আহ্বায়ক হতে পারে বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে। যদিও এই রাজ্য কমিটিতে পট পরিবর্তনে তার রাজনৈতিক প্রভাব কমবে না বলেই দাবি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের।

    অন্যদিকে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের ‘পদোন্নতি’ হয়ে রাজ্য সাধারণ সম্পাদক থেকে নতুন কমিটিতে রাজ্য সহ ? সভাপতি হয়েছেন। নতুন কমিটিতে গুরুত্ব পেয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁন। রাঢ় বঙ্গের ৫৬ টি বিধানসভা আসন এবার পাখির চোখ বিজেপির! সেখানে রাঢ় বঙ্গ থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হয়েছেন বিজেপির তিন বারের সাংসদ সৌমিত্র খাঁন। যা বঙ্গ বিজেপিতে এখনও রেকর্ড। এছাড়াও সৌমিত্রর রাজনৈতিক অভিজ্ঞতাও প্রচুর। একাধারে কংগ্রেস, তৃণমূল ও বিজেপির রাজ্য যুব সভাপতি ছিলেন। তাই রাঢ় বঙ্গে বিজেপির হাল ফেরাতে এবার দল তাঁকেই গুরুত্ব দেবে বলে মনে করছেন বিজেপির রাঢ় বঙ্গের নেতা কর্মীরা।

    তবে সৌমিত্রের সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক নয় লক্ষণের, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ব্রাত্য থাকার পর ফের বঙ্গ বিজেপিতে ফিরে এসেছেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি নতুন রাজ্য কমিটিতে সহ-সভাপতি পদে এসেছেন। গত বিধানসভা ভোটে লক্ষণ ঘড়ুইয়ের হয়ে বহু জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু পরে রাজু আর গুরুত্ব পায়নি লক্ষণের কাছে। রাজুর সঙ্গেও অম্লমধুর সম্পর্ক লক্ষণের বলেই দলের অন্দরমহলের দাবি। বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ ? সভাপতি দিলীপ ঘোষের ‘নিজের লোক’ বলে পরিচিত লক্ষণ ঘড়ুইয়ের রাজনৈতিক ভবিষ্যত নির্ভর করছে বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্বের উপর! বিভিন্ন বিষয় নিয়ে লক্ষণ ঘড়ুইকে কেন্দ্র করে রাজ্য বিজেপির নেতা-সহ স্থানীয় নেতা কর্মীদের অসন্তোষই পদস্খলনের মূল কারণ বলে দাবি করেছে রাজ্য বিজেপির একটা অংশ।

    যদিও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই নতুন রাজ্য কমিটিতে তার ‘অপ্রাপ্তি’ নিয়ে বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই রাজ্য কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের পর নতুন বিধায়কদের নিয়ে ফের নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে মনে হয়। নতুন কমিটিতে স্থান না মিললেও আমার রাজনৈতিকভাবে কোনো ক্ষতি হবে না।”

    এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “নতুন রাজ্য কমিটিতে যারা এলেন তাদের সবাইকে অভিনন্দন। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সবাই মিলে সামনের বিধানসভা নির্বাচনে বাংলার ১০ কোটি মানুষের পাশে দাঁড়াবো।”
  • Link to this news (প্রতিদিন)