কলকাতায় ফের বিধ্বংসী আগুন, নোনাডাঙায় দাউদাউ করে জ্বলছে বসতি
প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Kolkata Fire)। বুধবার সন্ধ্যায় নোনাডাঙার বসতিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তার ফলে শীতের সন্ধ্যায় ঘরছাড়া বহু মানুষ। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা ২০ মিনিট। নোনাডাঙার বসতিতে দাউদাউ করে আগুন (Kolkata Fire) জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একের পর এক ঝুপড়ি চলে যায় আগুনের গ্রাসে। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি বেগতিক হওয়ায় একে একে দমকলের আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কীভাবে ওই বসতিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। স্থানীয়দের কারও কারও দাবি, অগ্নিকাণ্ডের মাঝে বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। তার ফলে আগুনের তীব্রতা বাড়ে নিমেষেই। অগ্নিকাণ্ডের ফলে ঝুপড়ি থেকে ঘরছাড়া বহু। আচমকা ঘর হারিয়ে দিশেহারা তাঁরা। শীতের রাতে কোথায় যাবেন, কী করবেন তা ভেবে পাচ্ছেন না অসহায় মানুষেরা।