• ফের পাকিস্তানে লস্করের সঙ্গে বৈঠক হামাসের, উদ্বিগ্ন নয়াদিল্লি
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরে এসেছিল প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনের নেতা মাজি জাহির। লস্কর-ই-তোইবার কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছিল হামাসের এক উচ্চ পর্যায়ের দল। তারপরই ঘটেছিল কাশ্মীরের পহেলগাঁও হামলা। লস্করের সঙ্গে দেখা করতে কিছুদিন আগে আবার হামাসের কয়েকজন প্রথম সারির কমান্ডার এসেছিল বলে ভারতের গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে। আর তাই আবার নতুন করে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও আশঙ্কার কালো ছায়া। গুজরানওয়ালায় এক প্রকাশ্য সমাবেশে হামাস কমান্ডারদের বরণ করে নেওয়া হয়েছে বলেও ভিডিও পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। এই নিয়ে  উদ্বেগ ও শঙ্কা এতটাই বেড়েছে যে, আজ জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দিল্লিতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হবে। সেখানে এই বিষয়টি উত্থাপিত হবে। অর্থাৎ, এবার জয়েশ ও লস্করের ভারত বিরোধী জেহাদে যোগ দিয়েছে হামাস। লস্করের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ইতিমধ্যেই ভারতে থাবা বসিয়েছে আইএস। সেই আভাস গোয়েন্দারা কয়েক বছর আগেই পেয়েছে। বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এবার তার সঙ্গে যদি যুক্ত হয় হামাস, তাহলে উপমহাদেশকে সন্ত্রাসের সদর দপ্তরে পরিণত করবে লস্কর, আইএস, জয়েশ এবং হামাস। সবথেকে বড় আশঙ্কা হল, ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়ায় আত্মগোপন করলেও ইজরায়েলের আইডিএফ কিংবা মোসাদ ঠিক খুঁজে বের করে খতম অভিযান চালাবে। তাই হামাস কি তাদের নেটওয়ার্কের সেন্টার ভারতের নাকের ডগায় পাকিস্তানে আনতে চলেছে? এই প্রশ্নই ভাবাচ্ছে ভারতকে। আর তাই পশ্চিম সীমান্তেও সতর্কতা নেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)