• ১০ বছরে মোদির সম্পত্তি ৮২ শতাংশ বেড়ে ৩ কোটি
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে টাকার মূল্য ক্রমশ নিম্নগামী হওয়ায় সাধারণ মানুষের সংসার চালাতেই নাভিশ্বাস। সেখানে গত ১০ বছরে রাজনৈতিক নেতা-নেত্রীদের সম্পত্তির পরিমাণ বেড়েছে ব্যাপক। বিশেষত সাংসদদের। ‘জরুরত পড়ে তো ঝোলা লে কে চল পড়েঙ্গে’ সংলাপ আওড়ানো স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত এক দশকে সম্পত্তির পরিমাণ বেড়েছে ৮২ শতাংশ। যেখানে এই সময়কালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি হয়েছে ৫৩ শতাংশ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বেড়েছে ১১৭ শতাংশ। 

    তবে চমকে দেওয়ার মতো সম্পত্তি বাড়িয়েছেন বিজেপির দুই সাংসদ। উত্তরপ্রদেশের ফারুকাবাদের মুকেশ রাজপুত এবং পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের সৌমিত্র খান। এঁদের সম্পত্তির পরিমাণ বেড়েছে যথাক্রমে ১২ হাজার ৮২১ শতাংশ এবং ২ হাজার ৪৭৭ শতাংশ। পুনর্নির্বাচিত দেশের ১০২ জন লোকসভা সাংসদের সম্পত্তির তথ্য বিশ্লেষণে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০১৪-২০২৪, এই দুই লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়া সাংসদদের তথ্যের ভিত্তিতেই বিশ্লেষণাত্বক রিপোর্ট তৈরি করেছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ। 

    দেখা যাচ্ছে, সার্বিকভাবে এই পুনর্নির্বাচিত সাংসদদের আর্থিক মূল্যে গড়ে গত ১০ বছরে সম্পদ বেড়েছে ১৭ কোটি ৩৭ লক্ষ টাকা। ২০১৪ সালে জীবনে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ার সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ ছিল, ১ কোটি ৬৫ লক্ষ ৯১ হাজার ৫৮২ টাকা। ২০২৪ সালে বারাণসীর সেই সাংসদ তথা দেশের প্রধানমন্ত্রী মোদির সম্পত্তি বেড়ে হয়েছে, ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার ৮৮৯ টাকা। অর্থাৎ তিন কোটির কিছু বেশি। শতাংশের হারে ৮২ শতাংশ।  

    অন্যদিকে, দশ বছর আগে অভিষেকের সম্পত্তির পরিমাণ ছিল দেড় কোটি টাকার কিছু বেশি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় তা বেড়ে হয়েছে আড়াই কোটি টাকার কাছাকাছি। রাহুল গান্ধীর সম্পদ ন’ কোটি থেকে. বেড়ে হয়েছে কুড়ি কোটি। পিছিয়ে নেই লোকসভার স্পিকার তথা রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা। ছিল ২ কোটি ৫৮ লক্ষ ৭০ হাজার ৪৯৭ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে, ১০ কোটি ৬২ লক্ষ ৬ হাজার ৪৫ টাকা। অর্থাৎ শতাংশের হারে বেড়েছে ৩১১ শতাংশ। 

    আর চমক লাগানো দুই ঩বিজেপি সাংসদ? ২০১৪ সাালে মুকেশ রাজপুতের সম্পত্তির অঙ্ক ছিল, স্রেফ ৭ লক্ষ ২৫ হাজার। ’২৪ সালে তা হয়েছে ৯ কোটি ৩৬ লক্ষ টাকারও কিছু বেশি। লক্ষ থেকে কোটিতে। সৌমিত্র খানের সম্পত্তির অঙ্ক ছিল ১১ লক্ষ ৯৭ হাজার টাকা। বেড়ে হয়েছে ৩ কোটি ৮ লক্ষ টাকা। গত এক বছরে বিজেপি সাংসদ হেমা মালিনীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫৭ শতাংশ। টাকার অঙ্ক? ছিল ১৭৮ কোটি টাকা। হয়েছে ২৭৮ কোটি টাকা। 

    গত ১০ বছরে সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে মহারাস্ট্রের সাতারার সাংসদ শ্রীমন্ত প্রতাপসিংহ মহারাজের। ছিল ৬০ কোটি। হয়েছে ১৬২ কোটি টাকা। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার ছিল ১৩১ কোটি। হয়েছে ২১০ কোটি টাকা। শারদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলের ছিল ১১৩ কোটি। হয়েছে ১৬৬ কোটি টাকা। সেই হিসেবে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সি আর পাতিলের সম্পত্তি কমে গিয়েছে। ছিল ৭৪ কোটি। হয়েছে ৩৯ কোটি টাকা। 
  • Link to this news (বর্তমান)