• বিজেপির নির্দেশে অসমে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, অভিযোগ অখিল গগৈয়ের
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • গুয়াহাটি: বেছে বেছে বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) আবহে এই অভিযোগ উঠেছে বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে। বিজেপি শাসিত অসমে অবশ্য এসআইআর হচ্ছে না। সেখানে চলছে স্পেশাল রিভিশন (এসআর)। এবার উত্তর-পূর্বের এই রাজ্যেও বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।  শিবসাগরের নির্দল বিধায়ক তথা রাইজর পার্টির প্রধান অখিল গগৈয়ের দাবি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার নির্দেশে প্রতি বিধানসভা থেকে ১০ হাজারের বেশি বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটার লিস্টে কারচুপির অভিযোগ কংগ্রেসেরও। যদিও সমস্ত দাবি অস্বীকার করেছে বিজেপি। 

    বিজেপির গত ৪ জানুয়ারির একটি বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে সরব হয়েছেন অখিল। তাঁর দাবি,  বিজেপি শীর্ষ নেতৃত্ব দলের জেলা ও মণ্ডল পর্যায়ের কর্মীদের বিজেপি বিরোধী ভোটারদের নামের তালিকা তৈরি করতে  বলেছে। ওই বৈঠকেই মন্ত্রী অশোক সিঙ্ঘলকে ৬০টি বিধানসভা কেন্দ্রের বিরোধী ভোটারদের নাম ছাঁটাইয়ের দায়িত্ব দেওয়া হয়। অখিলের অভিযোগ, নাম বাদ দেওয়ার এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন বিএলওদের একাংশও। 

    ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছে কংগ্রেসও। তাদের দাবি, গুয়াহাটির ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ৩০ জন ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। যাদের কারও অস্তিত্ব নেই। রাজ্যের অন্যান্য প্রান্তেও একই রকম কারচুপি হয়েছে। অখিল গগৈয়ের অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে হাত শিবির।  

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দিলীপ সাইকিয়ার বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে কারও নাম বাদ দেওয়ার কথা বলা হয়নি। আমরা চাই স্পেশাল রিভিশনের (এসআর) লক্ষ্য পূরণ হোক। বিহারে এসআইআরের সময়ও একই অভিযোগ উঠেছিল।’
  • Link to this news (বর্তমান)