বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে হেনস্তা, অভিযোগ অস্বীকার পুলিশের
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
বেঙ্গালুরু: পুলিশের বিরুদ্ধে মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগে সরব কর্ণাটকের গেরুয়া শিবির। দাবি, দলীয় কর্মীকে গ্রেপ্তারির পর বিবস্ত্র করে মারধর করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কর্ণাটকের পুলিশ কমিশনার শশী কুমার।
ঘটনা কেশওয়ারপুরের। গত ২ জানুয়ারি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা বাঁধে। কংগ্রেসের অভিযোগ ছিল, বিজেপির এক মহিলা কর্মী বিএলও-দের কাজে লাগিয়ে ওই এলাকায় ভোটারদের নাম মুছে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে গেরুয়া শিবিরের ওই মহিলা কর্মীকে প্রেপ্তার করে পুলিশ। এরপরই হেনস্তার অভিযোগে পালটা সরব হয় বিজেপি। বিজেপির তরফে দাবি করা হয়, গ্রেপ্তারির পর ওই মহিলা কর্মীর সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। জোর করে তাঁর পোশাক খুলে দেওয়া হয়। বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে। তবে হুবলি–ধারওয়াড় পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, আটক করার সময় ওই মহিলা কর্মীই পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন। তিনি নিজেই পোশাক ছিঁড়ে উত্তেজনা তৈরির চেষ্টা করেন। কমিশনারের আরও দাবি, কয়েকজন পুলিশকর্মীকে কামড়েও দিয়েছেন তিনি। অভ্যন্তরীণ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।