• নিয়ম ভাঙলেই ভারতীয় পড়ুয়াদের ভিসা বাতিল
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: আমেরিকায় পড়াশোনা করতে চান? তার জন্য মেনে চলতে মার্কিন আইন। না হলে বাতিল হবে ভিসা। নিয়ম লঙ্ঘনকারী ছাত্রছাত্রীদের ভারতে ফেরত পাঠানোর পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য তাঁদের আর ভিসা দেওয়া হবে না। বুধবার মার্কিন দূতাবাসের তরফে ভারতীয় পড়ুয়াদের জন্য এমনই নির্দেশিকা জারি করা হয়। সেখানে সাফ জানানো হয়েছে, মার্কিন ভিসা কারও অধিকার নয়। এটা একটা প্রিভিলেজ। আর ভিসা থাকলেই যে সেদেশে থাকার অধিকার জন্মে যায়, এমনটা নয়। তা নির্ভর করে মার্কিন আইনকানুন মেনে চলার উপর।

    সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে সস্ত্রীক সেদেশের প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করেছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন পদক্ষেপের সমালোচনা করে পথে নেমেছেন সেদেশের আম জনতার একটা বড় অংশ। বিক্ষোভ-আন্দোলনে পা মিলিয়েছেন বহু পড়ুয়া। তার মধ্যেই এহেন ঘোষণাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বের নানা প্রান্তের পাশাপাশি আমেরিকাতেও যেভাবে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, তাতেই সিঁদুরে মেঘ দেখছে মার্কিন প্রশাসন। ভারত থেকে সেদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়তে গিয়ে ছাত্রছাত্রীদের একাংশ এই বিক্ষোভ-আন্দোলনে শামিল হতে পারেন। সেই সম্ভাবনায় রাশ টানতেই এই নির্দেশিকা জারি করেছে মার্কিন দূতাবাস। এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘মার্কিন আইন লঙ্ঘন করলে তার প্রভাব পড়বে স্টুডেন্ট ভিসার উপরে। আইন ভাঙার কারণে বা কাউকে গ্রেপ্তার করা হলে তাঁর ভিসা বাতিল করা হতে পারে। তাঁকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি আগামীতে আর আমেরিকার ভিসা নাও মিলতে পারে। নিয়ম মেনে চলুন। মার্কিন ভিসা কোনও অধিকার নয়, এটা দেওয়া হয় অগ্রাধিকারের ভিত্তিতে।’ গত ২৬ ডিসেম্বর থেকে মার্কিন নাগরিক নন, এমন সকলের জন্য আমেরিকায় ঢোকার আগে বাধ্যতামূলক বায়োমেট্রিক পরীক্ষা চালু করেছে ট্রাম্প প্রশাসন। এই নিয়ম অনুযায়ী, সেদেশের সমস্ত সীমান্তের চেকপয়েন্টে মার্কিন নাগরিক নন, এমন সকলের ছবি তোলা বাধ্যতামূলক করা হয়েছে। ছাড় নেই গ্রিন কার্ড হোল্ডারদেরও। আমেরিকায় ঢোকা-বেরনোর সময় প্রতিবার বায়োমেট্রিক চেকিংয়ের মুখোমুখি হতে হবে তাঁদেরও। 
  • Link to this news (বর্তমান)