• সংখ্যালঘু পড়ুয়া বেশি কেন? প্রতিবাদ গেরুয়া শিবিরের, কাশ্মীরে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের অনুমতি তুলে নিল এনএমসি
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: ৫০ জনের মধ্যে ৪২ জন ছাত্রই মুসলিম। জম্মু ও কাশ্মীরের একটি মেডিকেল কলেজে এমন ঘটনার প্রতিবাদে পথে নামে  গেরুয়া শিবির। এরইমধ্যে ওই কলেজের ‘লেটার অব পারমিশন’ প্রত্যাহার করল ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। কারণ হিসেবে, কলেজটির পরিকাঠামোগত ত্রুটির কথা বলা হয়েছে। রিয়াসি জেলার শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্স নামে ওই প্রতিষ্ঠানের এমবিবিএস কোর্সের অনুমোদন প্রত্যাহার করা হয়েছে। 

    এনএমসি জানিয়েছে, সাম্প্রতিক পরিদর্শনে কলেজটির পরিকাঠামোগত ঘাটতি, পর্যাপ্ত শিক্ষক অভাব ও ক্লিনিক‌াল সুবিধার সীমাবদ্ধতার মতো একাধিক গুরুতর ত্রুটি ধরা পড়েছে। এই কারণেই কলেজটির ‘লেটার অফ পারমিশন’ প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, কলেজটির প্রথম ব্যাচে মোট ৫০ জনের মধ্যে ৪২ জন মুসলিম ছাত্র হওয়ার পর থেকেই সরব হয় গেরুয়া শিবির।  হিন্দুত্ববাদী সংগঠন ও কিছু রাজনৈতিক দলের অভিযোগ ছিল, শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরের তহবিল ও ট্রাস্টের আওতায় প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ধর্মীয় ভারসাম্য মানা হয়নি। যদিও কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন জানায়, নিট পরীক্ষার মেধাতালিকা অনুযায়ী পড়ুয়ারা ভর্তি হয়েছেন। 

    এমবিবিএস কোর্সের অনুমোদন প্রত্যাহারের ফলে বর্তমান পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, ওই পড়ুয়াদের অন্য কোনও সরকারি মেডিকেল কলেজে সুপারনিউমেরারি সিটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষার মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ বলে মন্তব্য করেছে। অন্যদিকে বিরোধীরা বিষয়টিকে বিতর্কিত ভর্তি ইস্যুর সঙ্গে যুক্ত করে দেখছে। 
  • Link to this news (বর্তমান)