• বৈধ ভোটারদের নাম বাদ যাবে না, ফের আশ্বাস নির্বাচন কমিশনের
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) ব্যাপক হারে নাম বাদ যাওয়ার অভিযোগে তৃণমূল সরব হতেই এমনই আশ্বাস দিল নির্বাচন কমিশন। এসআইআর পর্বে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নাম তোলা, বাদ দেওয়ার সময় দিয়েছে কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। তবে সেখানেও যদি কোনও কারণে বৈধ ভোটার তথা নাগরিকের নাম না থাকে, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই বলেই কমিশনের মন্তব্য।

    নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও ভোটার হতে চেয়ে ১৮ উর্ধ্ব যেকোনও ব্যক্তি রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন থেকে ১০ দিন আগে পর্যন্ত ওই আবেদন করা যাবে। নতুন ভোটার হিসেবেই তাঁদের কমিশনের ‘ছয় নম্বর ফর্ম’ ফিলাপ করতে হবে। ভোটার হতে গেলে যে নথি প্রয়োজন, তা দেখাতে পারলেই নাম উঠবে। কমিশন যে ১৩টি নথির কথা বলেছে, তার একটিও কারও কাছে নেই, এমনটা বিশ্বাসই করে না ভারতের নির্বাচন কমিশন। তাই ঩কোনও কারণে এসআইআরে নাম না থাকলেও পরে নাম তোলাই শুধু নয়। ভোট দেওয়ারও সুযোগ রয়েছে বলেই জানিয়েছে কমিশনের শীর্ষ সূত্র। যদিও কেউ যদি কোনও নথিই দেখাতে না পারেন, তাহলে ভোটার তালিকায় নাম না উঠলে প্রাথমিকভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, নাকি বিনা ভোটার হিসেবে নাগরিক থাকবেন, সেটি ঠিক করবে স্বরাষ্ট্রমন্ত্রক। কমিশন নয়।  নির্বাচন কমিশনের এক শীর্ষ কর্তা বলেন, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত হবে আবেদন করা যাবে। শুরু হয়েছে প্রশ্ন, ১৬ ডিসেম্বর। অথচ এখন পর্যন্ত মাত্র আটটি আবেদন জমা পড়েছে। নাম বাদ দেওয়ার জন্য কোনও আবেদন জমা পড়েনি। তৃণমূল দিয়েছে তিনজনের নাম তোলার আবেদন। বিজেপি, বিএসপি এবং ফরওয়ার্ড ব্লক একটি করে। সিপিএম করেছে দুই। দলগুলি আবেদন না করলেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৮ উর্ধ্ব ভোটার হতে চেয়ে কমিশনের কাছে আবেদন করেছেন ২ লক্ষ ১৭ হাজার ৫৯৮ জন। নাম কাটতে আবেদন জমা করেছেন ৩৮ হাজার ৫৮৯ জন। এমত পরিস্থিতিতে আগামী ২১-২৩ জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে বসছে নির্বাচন কমিশনের আন্তর্জাতিক সম্মেলন। বিষয়, গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা। যোগ দেবে ৯০ টি দেশ। ভারতে এসআইআর কত সফল, নির্বাচন প্রক্রিয়া আরও কী করে মসৃণ করা যায়, তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রতিষ্ঠান আইআইআইডিইএমের ডিজি রাকেশ ভার্মা। 
  • Link to this news (বর্তমান)