নয়াদিল্লি: আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে স্থির হয়েছে দিনক্ষণ। ২৮ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৯ জানুয়ারি পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। ১ ফেব্রুয়ারি রবিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাম্প্রতিক সময়ে এই প্রথম বাজেট পেশ করা হবে রবিবার। সবমিলিয়ে অর্থমন্ত্রী হিসেবে টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। অধিবেশন চলবে ২ এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি। ১ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট। দ্বিতীয় দফা ৯ মার্চ থেকে ২ এপ্রিল।