• নজরে মহিলা ভোট, দিল্লিতে বৈঠক বিজেপির
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজরে মহিলা ভোট। এক্ষেত্রে অন্যতম ফোকাস সেই বাংলা। দেশের পাঁচ ভোটমুখী রাজ্যে নিযুক্ত দলের মহিলা মোর্চার পর্যবেক্ষকদের নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, মঙ্গলবার রাতে নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। চলতি বছর বিধানসভা নির্বাচন রয়েছে দেশের পাঁচটি রাজ্যে। এগুলি হল পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি। এর মধ্যে বাংলার বিধানসভা ভোট আদতে বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। বৈঠকে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এমনটাই খবর সূত্রের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ‘দিদি’ ভাবমূর্তি, তার মোকাবিলা করার জন্য মূলত মহিলা ভোটারদেরই দলে টানতে বলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ওই বৈঠকে প্রাথমিকভাবে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ক্ষমতায় এলে দল মহিলাদের জন্য কী চমক দেবে, তার একটি রূপরেখা তৈরি করে রাখতে হবে।

    এদিকে, বুধবার মতুয়া প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এসআইআর এবং সিএএ আবহে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন মতুয়া সমাজের প্রতিনিধিরা।
  • Link to this news (বর্তমান)