• বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে ঠাঁই উত্তরবঙ্গের ৯ পদ্মনেতার
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: আদি নয়, বঙ্গ বিজেপিতে পাল্লা ভারী উত্তরবঙ্গের ‘দলবদলু’ ও ‘লালপদ্মের’। শুধু তাই নয়, রাজনীতির চোরা-বালিতে কার্যত হারিয়ে যাওয়া দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকেও কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, বিজেপির রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন উত্তরবঙ্গের ন’জন। এরমধ্যে পাঁচজন সহ সভাপতি, একজন সাধারণ সম্পাদক ও তিনজন সম্পাদক পদে। যারমধ্যে দু’জন লাল পার্টি ও দু’জন জোড়া ফুল ছুট। ছাব্বিশের নির্বাচনের মুখে এনিয়ে দলেরই একাংশ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, পুরনো ও দুর্দিনে থাকা কার্যকর্তাদের গুরুত্ব না দিয়ে কমিটিতে দলবদলুদের প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দলেরই ক্ষতি হবে। 

    বঙ্গ বিজেপির সহ সভাপতি তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন অবশ্য বলেন, দলে আদি-নব্য বলে কোনও বিভেদ নেই। প্রত্যেকেই সমান। নতুন ও পুরনো নেতা-নেত্রীদের নিয়েই বর্তমান রাজ্য কমিটি গঠিত হয়েছে। ছাব্বিশের নির্বাচনে এই কমিটির নেতৃ঩ত্বেই রাজ্যে ভালো ফল হবে। 

    বুধবার ৩৫ জনের রাজ্য কমিটি ঘোষণা করে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রে খবর, কমিটির ১২ জন সহ সভাপতির মধ্যে উত্তরবঙ্গেরই পাঁচজন। তাঁদের নাম মনোজ টিগ্গা, দীপক বর্মন, প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী ও নিশীথ প্রামাণিক। প্রথমজন আলিপুরদুয়ারের সাংসদ, দ্বিতীয়জন ফালাকাটার বিধায়ক। শেষের দু’জন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি ছিলেন। এরবাইরে সাধারণ সম্পাদক পদে বাপি গোস্বামী, সম্পাদক পদে মোহন শর্মা, অম্লান ভাদুড়ি ও এক বিধায়ক স্থান পেয়েছেন। 

    তবে উত্তর দিনাজপুর এবং দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের কোনও প্রতিনিধি কমিটিতে নেই। শিলিগুড়ি, কোচবিহার ও মালদহ জেলা থেকে প্রতিনিধির সংখ্যা কম। দলীয় সূত্রে খবর, রাজ্যের সহ সভাপতি দীপকবাবু জন্মসূত্রে কোচবিহার জেলার মারুগঞ্জের বাসিন্দা হলেও তিনি বর্তমানে আলিপুরদুয়ারে থাকেন। তিনি দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক থেকে সহ সভাপতি হলেন। তাঁকে নিয়ে কমিটিতে আলিপুরদুয়ার জেলারই তিনজন। যারমধ্যে একজন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মোহন শর্মা। 

    কোচবিহারের অধিকাংশ বিধানসভা কেন্দ্র দখলে থাকলেও এই জেলা থেকে কমিটিতে স্থান পেয়েছেন একজন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি তৃণমূলত্যাগী। জলপাইগুড়ি থেকে কমিটিতে জায়গা করে নিয়েছেন দু’জন। যারমধ্যে সহ সভাপতি প্রবাল রাহা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা। কমিটিতে ঠাঁই পাওয়া শিলিগুড়ির এক বিধায়কও দলবদলু হিসাবে পরিচিত। ওই বিধায়ক সিপিএম থেকে এসেছেন। প্রাক্তন সাংসদ দেবশ্রী বালুরঘাটের বাসিন্দা হলেও বর্তমানে জেলায় তাঁকে বেশি দেখা যায় না বলে অভিযোগ। আর মালদহের অম্লান ভাদুড়ি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তিনি বিজেপি ছেড়ে বেশ কিছুদিন তৃণমূলে ঘর করেন। 

     এনিয়ে দলের আদি কার্যকর্তাদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, ‘লালপদ্ম’ ও ‘দলবদলুদের’ নিয়ে রাজ্য কমিটি ভারী করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)