• ‘বিধানসভার খুঁটিপুজো ইটাহারেই করলাম’, জনজোয়ার দেখে মন্তব্য অভিষেকের
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: জনজোয়ারে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ইটাহারে রোড শোয়ে তাঁকে একবার সামনে থেকে দেখতে, কথা শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়।

    ইটাহার সরাইদিঘি থেকে জাতীয় সড়ক ধরে চারশো মিটার দূরত্বে চৌরঙ্গী মোড় পর্যন্ত মানুষের ভিড়ে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না।  যা দেখে আপ্লুত অভিষেক। তাই তিনিও হুডখোলা ভ্যান ছেড়ে ছোটো গাড়ির ছাদে উঠে মানুষের অভিবাদন গ্রহণ করলেন। জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে, গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলেন মানুষের মধ্যে। তাঁকে দেখতে রাস্তার দু’ধারের রেলিং, বাড়ির ছাদ, ব্যালকনি থেকে হাত নেনে শুভেচ্ছা জানান স্থানীয়রা। আবার ভিড় সামাল দিতে কনকনে ঠান্ডার মধ্যে ঘাম ছুটে যায় পুলিশের। সবমিলিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়ে অভিষেক দেখিয়ে গেলেন জনজোয়ার কাকে বলে। তৃণমূল সাংসদ এদিন বলেন, মানুষের ভিড় এদিন মনে করিয়ে দিচ্ছে ২০২৩ সালের নবজোয়ার কর্মসূচির কথা। ওই সময় একই রাস্তায় আমার রোড শো হয়েছিল। পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যে ঐতিহাসিক ফল করেছিল, তা সবাই দেখেছে। কার্যত পঞ্চায়েতের খুঁটিপুজো ইটাহারেই করেছিলাম। এই ভিড়কে সাক্ষী রেখে ছাব্বিশের বিধানসভা ভোটের খুঁটিপুজো ইটাহারের মাটিতেই সেরে দিয়ে গেলাম।

    এদিন বেলা তিনটে নাগাদ ইটাহারে রোড শো করার কথা ছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। সেজন্য দুপুর দেড়টা থেকেই রাস্তার দু’ধারে ভিড় জমে যায় সরাইদিঘি থেকে জাতীয় সড়ক বরাবর চৌরঙ্গী মোড় পর্যন্ত। যদিও বালুরঘাটের কর্মসূচি শেষ হতে অতিরিক্ত সময় লাগায় অভিষেক এসে পৌঁছন বিকেল সওয়া চারটে নাগাদ। কিন্তু অধৈর্য না হয়ে সবাই অপেক্ষা করতে থাকেন। শেষপর্যন্ত অভিষেকের হেলিকপ্টার দেখে প্রবল উচ্ছ্বাসে ফেটে পড়ে সেই ভিড়। হাতে গোলাপ, আই লাভ এবি লেখা প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করতে থাকেন অনেকে। অভিষেকের কথায়, যেভাবে এদিন মানুষ রাস্তা, বাড়ির ছাদ, বারান্দায়, দোকানের সামনে ভিড় করে আমাকে আশীর্বাদ করেছেন, আজীবন ইটাহারের মানুষের কাছে দায়বদ্ধ থাকব।
  • Link to this news (বর্তমান)