• বক্সায় শীঘ্রই ফিরবে বাঘ! প্রক্রিয়া চলছে: মুখ্য বনপাল
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • রবীন রায়, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফিরবে বাঘ! বক্সার জঙ্গলে বনদপ্তরের বাঘ আনার পাইলট প্রজেক্টে কোনও ভাটা পড়েনি। বক্সা বার্ড ফেস্টিভালে যোগ দিয়ে একথা জানালেন রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিয়াল। 

    তিনি বলেন, বক্সায় বাঘ আনার পরিকল্পনায় কোনও ছেদ পড়েনি। আমরা মনে করলেই একটা পরিকাঠামো গড়ে তুলতে পারি। কিন্তু বাঘ সহ যেকোনও বন্যপ্রাণীর আদর্শ বাসস্থান গড়তে সময় লাগে। ধীরস্থিরভাবে এগতে হয়। আমরা সেই পরিকল্পনার দিকে এগিয়ে চলেছি। বক্সায় বাঘ আনার পরিকল্পনায় ছেদ পড়েনি। 

    ভিনরাজ্য থেকে বনদপ্তরের বক্সার জঙ্গলে বাঘ আনার পরিকল্পনা বহু দিনের। সেই লক্ষ্যে বক্সার জঙ্গলে বাঘেদের আদর্শ পরিবেশ গড়ে তোলার কাজ চলছে বনদপ্তরের। বাঘেদের খাদ্য ভাণ্ডার হিসাবে ইতিমধ্যেই বক্সার জঙ্গলে প্রায় দুই হাজার চিতল ও শম্বর হরিণ ছাড়া হয়েছে। সমানতালে চলছে তৃণভূমি তৈরির কাজও। 

    বক্সার জঙ্গলের আয়তন ৭৬০ বর্গ কিমি। বাঘ আনার জন্য বক্সার সংরক্ষিত এলাকায় থাকা গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি দু’টির বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসন দিয়েছে রাজ্য সরকার। বাঘ আনার জন্য বক্সায় থাকা আরও কয়েকটি বনবস্তিকেও একইভাবে সরানোর ভাবনা চলছে। বক্সার জঙ্গলের জীববৈচিত্র্য দেশের সেরা। এই ঘটনা একাধিকবার প্রমাণিতও হয়েছে। 

    একটানা ৩০ বছর ধরে বাঘ শূন্য ছিল বক্সার জঙ্গল। ফলে প্রশ্ন উঠে গিয়েছিল তাহলে কেন বক্সাকে টাইগার রিজার্ভ বলা হবে? তারপরেই ২০২১ সালের ডিসেম্বর মাসে বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে। ২০২৩ সালেও বাঘের দেখা মেলে বক্সার জঙ্গলে। এতে উল্লসিত হয় বনদপ্তর। 

    তারপরেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ) বক্সায় বাঘ আনার ছাড়পত্র দেয়। কিন্তু শর্ত চাপায় বক্সায় বাঘ আনার আদর্শ পরিবেশ গড়ে তুলতে হবে। তারপরেই বক্সায় বাঘেদের আদর্শ পরিবেশ গড়ে তোলার পাইলট প্রজেক্ট শুরু হয় বনদপ্তরের। সেই পরিকল্পনা আজও কোন ছেদ পড়েনি। রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপালের কথায় তা স্পষ্ট। বনদপ্তর তাদের লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছে। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)