নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আগামিকাল, অর্থাৎ ৯ জানুয়ারি নদীয়া দক্ষিণে রাজনৈতিক জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের তাহেরপুরের নেতাজি পার্ক ময়দান থেকে তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেবেন। বিধানসভা নির্বাচনের আগে মতুয়াগড়ে এই জনসভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যার কারণ মূলত দু’টি। প্রথমত, কিছুদিন আগে এই মাঠেই ভার্চুয়াল জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি। সেই মাঠেই রাজনৈতিক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি জেলার রাজনীতিতে আলাদা মাত্রা এনে দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন। দ্বিতীয়ত, মতুয়াগড়ে জনসভা করলেও তাঁদের নিয়ে একটি বাক্যও খরচ করেননি প্রধানমন্ত্রী। বিশেষত মতুয়াদের নাগরিকত্ব নিয়ে তিনি কিছুই বলেননি। ফলে, নদীয়া দক্ষিণের বিস্তীর্ণ এলাকার মতুয়া সমাজের নজর থাকবে অভিষেকের জনসভার দিকে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কী বার্তা দেন, মতুয়ারা তার অপেক্ষায় রয়েছেন।
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেন, তাহেরপুরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়বে। নদীয়া দক্ষিণের মানুষ এবার বুঝিয়ে দেবে, তারা তৃণমূলের সঙ্গে রয়েছে। আমরা জোরকদমে প্রস্তুতি চালাচ্ছি। মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে জেলার প্রতিটি ব্লক থেকে মানুষজন আসছেন। এখান থেকেই আমরা নদীয়া দক্ষিণে বিজেপির পতনের সূচনা করব।
সম্প্রতি অন্য জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হেলিকপ্টার অবতরণের অনুমতি না মেলায় সমস্যা হয়েছিল। তাহেরপুরে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা দেখা হচ্ছে। মতুয়াদের কাছে এই জনসভা নতুন আশার আলো দেখাবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।