• অজয়ের উপর অস্থায়ী সেতু নিয়ে ফের বিক্ষোভ কাঁকসায়, পাঁচ ঘণ্টা অবরোধ
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, মানকর: মঙ্গলবার রাতের পর বুধবারও সকাল থেকে উত্তপ্ত হল কাঁকসার বিদবিহার। অজয় নদের উপর অস্থায়ী সেতু নির্মাণের দাবিতে সকাল থেকে টানা পাঁচ ঘণ্টা জয়দেব সেতুর রাস্তা অবরোধ করে রাখলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, আন্দোলনের ফলে অজয় নদের উপর অস্থায়ী সেতুর কাজ শুরু হয়েছিল। অথচ আচমকা সেই কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। অবিলম্বে ফের কাজ শুরু করতে হবে। বিষয়টি নিয়ে কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত বলেন, বর্ধমান ডিভিশনে সেচদপ্তরের কাছে অনুমতির জন্য ইঞ্জিনিয়ার গিয়েছেন।

    অজয় নদের একদিকে পশ্চিম বর্ধমানের শিবপুর, অন্যদিকে বীরভূমের জয়দেব। মাঝে অজয় নদ। দুই জেলার মানুষকে নানা প্রয়োজনে অজয় নদ পেরিয়ে যেতে হয়। পারাপারের জন্য ভরসা ছিল অস্থায়ী সেতু। কিন্তু বর্ষার শুরুতেই নদের জল বাড়ায় সেই সেতু ভেসে যেত। যাতায়াত প্রায় বন্ধই হয়ে যেত। দুই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এখন নদের উপর স্থায়ী সেতু তৈরি হয়েছে। গত বছর জুলাই মাসে ভার্চুয়াল মাধ্যমে সেই বহু প্রতীক্ষিত সেতু উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর আবেগকে মর্যাদা দিয়ে সেতুর নামকরণ হয় জয়দেব সেতু। স্থায়ী সেতু তৈরি হয়ে যাওয়ায় গুরুত্ব হারায় অস্থায়ী সেতুটি। কিন্তু মেলাকে কেন্দ্র করে ফের অস্থায়ী সেতুর দাবি উঠতে শুরু করে। এই নিয়ে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে কাঁকসা ব্লক প্রশাসনের আধিকারিক সহ অন্য দপ্তরের আধিকারিকরাও অজয় ঘাট সহ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। কিন্তু তারপরেও সেতুর কাজ শুরু না হওয়ায় ফের কয়েকদিন পর বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। এরপর ‘জয়দেব মেলা সনাতনী ঐতিহ্য ও ন্যায্য অধিকার রক্ষা কমিটি’ অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ করে। পরে বিদবিহার পঞ্চায়েত এই অস্থায়ী সেতু তৈরি কাজ শুরু করে। সেই কাজ পরিদর্শনে যান বিধায়ক নেপাল ঘোড়ুই। কাজ শুরু হতেই আনন্দে ফেটে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। কিন্তু মঙ্গলবার রাত্রে সেচদপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করতে আসেন। অস্থায়ী সেতুর কাজ বন্ধ করে দেওয়া হবে শুনতে পেয়ে রাতেই বিক্ষোভে নামেন স্থানীয়রা। আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পরে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিন সকাল থেকেই ফের বিক্ষোভ শুরু হয়। বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভকারী জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অস্থায়ী সেতু না হলে অবরোধ তোলা হবে না। স্থানীয়রা দাবি করেন, নদের পাড়ের বাসিন্দাদের স্থায়ী সেতু দিয়ে মেলায় যেতে অতিরিক্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরতে হয়। এলাকার অনেকে মেলায় দোকান দেয়। অস্থায়ী সেতু না হলে আত্মীয়দের নিয়ে মেলা দেখতে যাওয়া ও ব্যবসা দুয়েরই সমস্যা হবে। এদিন পুলিশ বিক্ষোভ তুলতে গেলে বচসা বাধে। ব্লক প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের আশ্বাসে প্রায় পাঁচ ঘণ্টা পর বিক্ষোভ ওঠে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন, অস্থায়ী ওই সেতু নিয়ে দীর্ঘসূত্রিতার কারণে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে বিক্ষোভ উঠে গিয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)