তিনটি দূরপাল্লার ট্রেনের স্টপ মালদহ, দক্ষিণ দিনাজপুরে
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার রামপুর বাজার ও দৌলতপুর এবং মালদহের দেউতলা হল্টে থামবে তিনটি দুরপাল্লার ট্রেন। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের চিঠি সামনে এনেছেন বুধবার। সম্প্রতি রেলমন্ত্রীর কাছে দক্ষিণ দিনাজপুরের রেল উন্নয়ন নিয়ে দরবার করেছিলেন সুকান্ত। সেই চিঠিতে রামপুর বাজার ও দৌলতপুর হল্ট স্টেশনে দূরপাল্লা ট্রেনের স্টপ দাবি করা হয়। তাতে মালদহের দেউতলায় স্টপের দাবি ছিল। সুকান্তর দাবি, রেলমন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন, এখন থেকে রামপুর বাজার স্টেশনে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপ দেওয়া হবে। পাশাপাশি, দৌলতপুর হল্টে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ও দেউতলায় তেভাগা এক্সপ্রেসের স্টপ থাকছে।
রেল সূত্রে খবর, রামপুর বাজার স্টেশনে বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন ছাড়া কোনও দূরপাল্লার ট্রেনের স্টপ ছিল না। স্টপ পাওয়ার ফলে তপন, গঙ্গারামপুরের ফুলবাড়ি ও কুমারগঞ্জ এলাকার যাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি, দৌলতপুর হল্ট পরিকাঠামোর অভাবে স্টেশনের মর্যাদা পায়নি। যার কারণে প্যাসেঞ্জার ছাড়া দূরপাল্লার ট্রেনের স্টপ ছিল না এতদিন। সুকান্ত বলেন, সাধারণ মানুষের দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরেছিলাম। আপাতত তিনটি স্টেশনে তিনটি দুরাপ্পালার ট্রেনের স্টপ হচ্ছে। দৌলতপুর হল্টকে স্টেশনের মর্যাদা দেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, আমার বাড়ি দৌলতপুরে। দৌলতপুর হল্ট দীর্ঘদিন একইভাবে পড়ে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী একটি ট্রেনের স্টপ দিলেন। বাকিগুলির দেওয়া হল না। ওই হল্টের এতটাই দূরাবস্থা, ট্রেন থেকে নামতে গেলে ঝাঁপ দিতে হবে যাত্রীদের। এই স্টপ দেওয়া হলেও সাধারণ মানুষের কোনও কাজে লাগবে না।