এই সময়, এগরা: এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের গ্রেপ্তারির পরে জটিলতা বেড়েই চলেছে। ৫ জানুয়ারি পথে নেমে চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন নাগরিক মঞ্চ। স্বপনের গ্রেপ্তারির প্রতিবাদে এবং পুরসভায় অচলাবস্থার অভিযোগে পুরসভার বিভিন্ন কাজে যুক্ত তৃণমূলের ১১জন পদত্যাগ করার কথা ঘোষণা করেন। সই করা পদত্যাগপত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ জেলা ও মহকুমা তৃণমূল নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছিলেন।
এই তালিকায় ছিলেন এগরার প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূলের বর্তমান টাউন অ্যাডভাইজারি কমিটির সদস্য তপনকান্তি কর, টাউন অ্যাডভাইজ়ারি কমিটির সদস্য কানন বহারী নায়ক, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি উমাপদ সাউ। তার ২৪ ঘণ্টার মধ্যেই উল্টে গেল ছবি। বুধবার সন্ধ্যায় তপন-সহ বিদ্রোহী নেতাদের পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সভাপতি তথা এগরা পুরসভার কাউন্সিলার জয়ন্ত সাউ জানালেন, পুরসভায় অচলাবস্থার অভিযোগ না জেনেই করা হচ্ছে। চেয়ারম্যানের বদলে ভাইস চেয়ারম্যান কাজ করছেন। কেউ দল ছাড়েননি। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে পুলিশ।
তাঁর দাবি, এক শ্রেণির মিডিয়া যাঁদের পদত্যাগের প্রচার করেছিলেন, তপন-সহ সেই সব নেতারা দলীয় মিটিংয়ে উপস্থিত ছিলেন। জয়ন্তর কথায়, 'আসলে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে। নাগরিক মঞ্চের নামে বিজেপি পিছন থেকে বিক্ষোভে মদত দিচ্ছে।' তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষকান্তি পন্ডাও জানিয়েছেন, তিনি কোনও পদত্যাগপত্র পাননি। তবে কি পদত্যাগপত্র ফিরিয়ে নেবেন? তপন-সহ পদত্যাগী তৃণমূল নেতারা মন্তব্য করেননি। বারবার ফোন করা হলেও তা ধরেননি বিদ্রোহী নেতারা। বিজেপির এগরা শহর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি বলেন, 'তৃণমূল স্বচ্ছ ভাবমূর্তি দেখানোর চেষ্টা করছে।'