• Live: নিউ টাউনের বহুতলে আগুন
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • বৃহস্পতিবার ভোরে নিউ টাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতলের একাংশের আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেখানে একটি সংস্থার অফিস রয়েছে। সেই অফিসেই লেগেছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। 

    সামান্য বাড়ল কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম এবং বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। 

  • Link to this news (এই সময়)