• জম্মু কাশ্মীরে সেনার অভিযান, জঙ্গি ডেরা থেকে উদ্ধার বিস্ফোরক
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • জম্মু-কাশ্মীরে অভিযান চালিয়ে জঙ্গিদের ডেরা খোঁজ পেল দিল যৌথ বাহিনী। সেনা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওই অভিযানে উদ্ধার হয়েছে বিস্ফোরকও। ওই জঙ্গি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    সেনা এবং জম্মু-কাশ্মীরের পুলিশ সূত্রে খবর, বুধবার এই অভিযান চালানো হয় রাজৌরির থানামান্ডিতে। সেনা, পুলিশ এবং CRPF-এর ওই অভিযানে উদ্ধার হয়েছে IED-ও। ওই বিস্ফোরক পরে ধ্বংস করে দেওয়া দেওয়া হয়েছে।

    সূত্রের খবর, শীতের এই সময়ে সীমান্ত পার হয়ে জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছে জঙ্গিদের একটি দল। তারা নতুন করে জম্মু-কাশ্মীরে নাশকতা চালাতে চাইছে। গোয়েন্দা সূত্রে খরব, সেখানে ঢুকেছে প্রায় ৩০০ জন অনুপ্রবেশকারী। এই খবর পাওয়ার পরেই হাই অ্যালার্ট জারি হয়েছে। পীর পঞ্জাল রেঞ্জের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আধিকারিকরা জানিয়েছেন, থানামান্ডির ঘন জঙ্গলের মধ্যে একটি ডেরা করেছিল ওই জঙ্গিরা।

    গোয়েন্দা সূত্রে খবর, জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার একাধিক সদস্য ঢুকে পড়েছ কাশ্মীর এলাকায়। বিভিন্ন এলাকায় লঞ্চপ্যাড করে সেখানে জঙ্গি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। একই সঙ্গে এলাকার যুবকদের নিজেদের দলে যুক্ত করার চেষ্টাও করছে ওই জঙ্গিরা। এর পরেই ওই এলাকায় নজরদারি বাড়িয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

    দিন কয়েক আগেই সীমান্ত পার করে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ফেলা হয়েছে বলেও জানা গিয়েছে। আগের দিনেই উত্তর কাশ্মীরের কুপওয়ারার সোগম এলাকার পুটুসাই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তারক্ষী বাহিনী।

    অন্য দিকে,বুধবারই কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। ওই গুলির লড়াই হয়েছে কাঠুয়ার কামাধ নালার কাছে।  বিলাওয়ার থানার ওই এলাকায় সন্দেহভাজন এক জঙ্গিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই খবর পাওয়ার পরেই ওই এলাকায় অভিযান চালায় সেনা।  সংবাদ সংস্থা সূত্রের খবর, ২-৩ জন সন্দেহভাজন জঙ্গির উপস্থিত থাকার খবর পাওয়া গিয়েছে সেখানে। 

  • Link to this news (এই সময়)