• পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ খরচে প্রথম পূর্ব মেদিনীপুর
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • এই সময়, তমলুক: পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ খরচের নিরিখে বর্তমানে রাজ্যের শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং ও তৃতীয় স্থানে হাওড়া জেলা। মূলত গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নে বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পথবাতি বসানো-সহ নানা প্রকল্পে ওই অর্থ ব্যবহার করে রাজ্যে নজির গড়েছে পূর্ব মেদিনীপুর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থ-বর্ষে এ জেলায় মোট ২৪৪ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ হয়। ৫ জানুয়ারি, সোমবার পর্যন্ত সেই বরাদ্দের মধ্যে ১৬৮ কোটি ৭৩ লক্ষ টাকা (৬৯ শতাংশ) খরচ করা হয়েছে।

    রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তাদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী এই তহবিল পেয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ২২৩টি গ্রামপঞ্চায়েত, ২৫টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এই অর্থ বণ্টন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থ-বর্ষে রাজ্যের সব জেলা মিলিয়ে মোট ৪ হাজার ৩০৯ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এখনও পর্যন্ত খরচ হয়েছে ২ হাজার ৪৯৬ কোটি ৩৩ লক্ষ টাকা (৫৭.৯৩ শতাংশ)। এই খরচের শতাংশের নিরিখে রাজ্যের শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে থাকা কালিম্পংয়ে বরাদ্দ ২০ কোটি ৫৫ লক্ষ টাকার মধ্যে খরচ হয়েছে ১৪ কোটি ৫০ হাজার টাকা (৬৮.৩৯ শতাংশ)।

    তৃতীয় স্থানে থাকা হাওড়া জেলায় বরাদ্দ ১৯১ কোটি ৩৪ লক্ষ টাকার মধ্যে ১২৬ কোটি ৫৫ লক্ষ টাকা (৬৬.১৪ শতাংশ) খরচ হয়েছে। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) মানস মণ্ডল বলেন, 'পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে কাজের ক্ষেত্রে খরচের হিসেবে বর্তমানে আমাদের জেলা সারা রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে। বাকি যে অর্থ রয়েছে, তা ব্যবহার করে অবশিষ্ট কাজগুলো দ্রুত শেষ হবে।'

  • Link to this news (এই সময়)