• কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতকোত্তর সেন্ট জেভিয়ার্সে
    আনন্দবাজার | ০৮ জানুয়ারি ২০২৬
  • আসন্ন সমাবর্তনের আগে ডেটা ম‍্যানেজমেন্ট, অ‍্যানালিটিক্স ও ইনোভেশন বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিএমএআই) আয়োজন করবে সেন্ট জ়েভিয়ার্স কলেজ (স্বশাসিত)। এ দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন ইন্ডিয়া এআই সামিটের প্রাক্-অনুষ্ঠান হিসেবে চিহ্নিত আইসিডিএমএআই। ৯-১১ জানুয়ারি ওই সম্মেলনটি হবে। এর পরে আগামী ১৬ জানুয়ারি জ়েভিয়ার্সের সমাবর্তন।

    দেশের প্রথম সারির এই স্বশাসিত কলেজের ১৯তম সমাবর্তনে এ বার মোট ২৪৫০ জন স্নাতক, স্নাতকোত্তর, বিএড এবং পিএইচ ডি ডিগ্রি পাবেন। ২০ জনকে পিএইচ ডি-র খেতাব দেওয়া হবে। তিন বছরের শিক্ষাক্রম শেষে ডিগ্রি নিতে ইচ্ছুক শিক্ষার্থীরাও জাতীয় শিক্ষা নীতির ধারা মেনে স্নাতকের ডিগ্রি পাবেন। ইন্ডিয়ান স্ট‍্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সদ‍্য-প্রাক্তন অধিকর্তা সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে তাদের সর্বোত্তম উৎকর্ষ সম্মাননা ‘নিহিল আল্ট্রা অ‍্যাওয়ার্ড’ দেবে সেন্ট জ়েভিয়ার্স। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন।

    কলেজের অধ্যক্ষ ফাদার দমিনিক স‍্যাভিয়ো বুধবার সাংবাদিকদের জানান, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে তাঁরা স্নাতকোত্তরে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষাক্রম চালু করবেন। স্পোর্টস ম‍্যানেজমেন্টের মতো নানা বিষয়ে এখন জাতীয় শিক্ষানীতি মেনে কলেজে পড়ানো হচ্ছে।

    এ বছরই ‘জ়্যাভাথন’ বলে একটি মিনি ম‍্যারাথন চালু করছেন সেন্ট জ়েভিয়ার্স কর্তৃপক্ষ। চলতি বছরটি ক‍্যালকাটা জেসুইট প্রভিন্স বা ধর্মপ্রদেশের (সেন্ট জ়েভিয়ার্স কলেজ যার অন্তর্গত) সুবর্ণ জয়ন্তী বর্ষ। সেই উপলক্ষে ১১ জানুয়ারি হবে জ়্যাভাথন। সবার উপযোগী তিন কিলোমিটার দৌড় ছাড়াও গ্রুপ-ভিত্তিক পাঁচ এবং দশ কিলোমিটারের প্রতিযোগিতা সম্পন্ন হবে।

    ১৭-১৮ জানুয়ারি ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের টক্করে রঙিন জ‍্যাভোৎসবের আয়োজন ছাড়াও ২৪ জানুয়ারি কলেজের অ‍্যালুমনাই অ‍্যাসোসিয়েশনের বার্ষিক সঙ্গীতানুষ্ঠান। বিয়ন্ড ব‍্যারিয়ার্স শীর্ষক কলকাতার অন‍্যতম পুরনো এই কনসার্ট এ বার জ়ুবিন গর্গকে নিবেদিত। আশা ভোঁসলে থেকে শুরু করে বলিউডের সঙ্গীত তারকারা সকলেই প্রায় থাকবেন।
  • Link to this news (আনন্দবাজার)