• তেলঙ্গানায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা SUV-র, মৃত ৪ কলেজ পড়ুয়া, গুরুতর জখম ১
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তেলঙ্গানার ICFAI বিজনেস স্কুল (IBS)-এর চার পড়ুয়ার মৃত্যু। বুধবার রাত একটা নাগাদ রঙ্গারেড্ডি জেলার মোকিলায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই কলেজের পাঁচ পড়ুয়া জন্মদিনের পার্টি সেরে SUV-তে চড়ে মোকিলা থেকে নরসিংগি যাচ্ছিলেন। মিরর্জাগুডার কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই চার পড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর জখম হন গাড়িতে থাকা ওই কলেজেরই এক ছাত্রী।

    মোকিলা থানার পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম কারগয়ালা সুমিত (২০), শ্রী নিখিল (২০), বালমুরি রোহিত (১৮) এবং সূর্য তেজা (২০)। জখম ছাত্রীর নাম সুঙ্কারি নক্ষত্র (২০)। পুলিশ আরও জানিয়েছে, ওই পড়ুয়ারা নারসিংগি, কোকাপেট ও মানচেরিয়াল এলাকার বাসিন্দা।

    পুলিশ জানায়, গাড়ি চালাচ্ছিলেন সুমিত। মির্জাগুড়ার কাছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে, পরে রাস্তার ধারের গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনার বিকট আওয়াজে ছুটে আসেন স্থনীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। যার জেরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)