কয়েকদিন ধরেই ঠান্ডায় কাঁপছে শহর কলকাতা। তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রির ঘরে। কিন্তু বৃহস্পতির সকালে কিছুটা কমলো ঠান্ডার দাপট। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা সামান্য বেড়ে হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, জানাচ্ছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য বলছে, এখনই হা-পিত্যেশের কোনও কারণ নেই। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরবর্তী দুই দিনে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ দিনে খুব একটা বেশি বদলাবে না, পূর্বাভাস এমনটাই।
তাৎপর্যপূর্ণ ভাবে, সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় দিনের বেলা গত কয়েকদিনের তুলনায় অপেক্ষাকৃত কম অনুভূত হচ্ছে শীত। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার কুয়াশার চাদর সরিয়ে উঁকি দিয়েছিল রোদ। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই দেখা যাবে কুয়াশার দাপট।
৯ জানুয়ারি বিভিন্ন জায়গার সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সেলসিয়াসে মেদিনীপুর ১০ ডিগ্রি, হাওড়া ৯ ডিগ্রি, সল্টলেক ১১ ডিগ্রি, দিঘা, ডায়মন্ড হারবার ১০ ডিগ্রি, পুরুলিয়া ৯ ডিগ্রি, মুর্শিদাবাদ ৮ ডিগ্রি, দার্জিলিং ৩ ডিগ্রি, কালিম্পং ৮ ডিগ্রি।