বাংলাদেশি মহিলাকে টাকার বিনিময়ে বৈধ নথি ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার অভিযোগ। মঙ্গলবার হাওড়া স্টেশনের বাইরে থেকে চিন্ময় দাস (৫৬ ) নামে এক ব্যক্তি এবং ফতেমা নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে CID। চিন্ময়ের বাড়ি বনগাঁয়। চিন্ময়ের সঙ্গে মানব পাচারের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মঙ্গলবারই ধৃতদের হাওড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
গোপন সূত্রে চিন্ময়ের কুকীর্তির বিষয়টি নজরে আসে সিআইডি-র। মঙ্গলবার চিন্ময় ফতেমা নামে এক বছর ২৩-এর বাংলাদেশি মহিলাকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করছিল, এই তথ্য জানতে পারেন তদন্তকারীরা। মঙ্গলবার ফতেমাকে নিয়ে বাস থেকে নামতেই তাঁদের হাতেনাতে পাকড়াও করে CID।
বনগাঁর বাসিন্দা চিন্ময় দাস পেশায় পোশাক ব্যবসায়ী। তবে কিছুদিন হলো তিনি বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করেন। কিছুদিন আগে বনগাঁর টালিখোলার বাসিন্দা আফজলের সঙ্গে পরিচয় হয় তাঁর। আফজলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বনগাঁ সীমান্ত দিয়ে বেআইনি ভাবে প্রবেশকারীদের চিন্ময়ের কাছে নিয়ে আসতেন। এর পরে চিন্ময় এক হাজার টাকার বিনিময়ে ওই অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন বলে অভিযোগ।
মঙ্গলবার আফজল তাঁকে চিরকুটে একটি মোবাইল ফোনের নম্বর দিয়ে হাওড়ায় যেতে বলেছিলেন। চিন্ময় যখন হাওড়া স্টেশনের বাইরে থেকে ওই নম্বরে ফোন করেন, তখনই তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া ওই মহিলা বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন। চিন্ময় দাস মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত, এই সন্দেহও করছেন তদন্তকারীরা। আফজলের খোঁজ চলছে।