• সোনারপুরে রেল অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে অফিস টাইমে সোনারপুরে রেল অবরোধ। অবরোধ করেছেন একাংশের নিত্যযাত্রীরা। আজ বৃহস্পতিবার সোনারপুরে রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তির শিকার হয়েছেন বহু নিত্যযাত্রী, অসুস্থ রোগী ও তাঁদের পরিবার। 

    সূত্রের খবর, নিত্যদিন সোনারপুরে অফিস টাইমেই ট্রেন আসতে দেরি হয়। দেরিতে ট্রেন আসার কারণেই অফিসে সময়মতো পৌঁছতে পারেন না নিত্যযাত্রীরা। বিগত কয়েকদিন ধরে বালিগঞ্জ থেকে ট্রেন দেরিতে আসছে বলে নিত্যযাত্রীরা অভিযোগ জানিয়েছেন। তার প্রতিবাদ করতে আজ বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন অবরোধ চলছে সোনারপুর স্টেশনে। 

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোনারপুরে রেল অবরোধ এখনও ওঠেনি। ঘটনাস্থলে জিআরপি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু ক্ষুব্ধ নিত্যযাত্রীরা এখনও সেই অবরোধ তোলেননি। কখন এই অবরোধ উঠবে, তাও জানা যায়নি। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবাও ব্যাহত হচ্ছে। 

    গত বছর জুলাই মাসে ডায়মন্ড হারবারে স্টেশনে রেল অবরোধ করেছিলেন নিত্যযাত্রীরা। নিত্যদিন দেরিতে ট্রেন চলাচল করে। বিশেষত ভোরে কয়েক ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেন। এর জেরেই বুধবার ভোর থেকে ডায়মন্ড হারবারে স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। ফের চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। 

    যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটার ট্রেন এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। এর ফলে কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছতে পারছেন না কেউ। চিকিৎসা করাতে গেলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। এর প্রতিবাদেই ডায়মন্ড হারবার স্টেশনের রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখান যাত্রীরা। জিআরপি এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বোঝানোর চেষ্টা করেন, অবরোধ তোলার অনুরোধ করেন। কিন্তু তারপরেও অবরোধ চালান বিক্ষুব্ধ যাত্রীরা। 

    ডায়মন্ড হারবারে ভোর থেকে রেল অবরোধের জেরে সেদিন সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। একাধিক ট্রেন দেরিতে চলাচল করে। ফলে সেদিনও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
  • Link to this news (আজকাল)