• বাগান থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন মৃতদেহ
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে মা ও ছেলেকে খুনের চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় শিশুকে উদ্ধার করা গেলেও মাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘাতককে শিশুটি চিনে ফেলায় সম্ভবত তাকেও খুনের চেষ্টা করা হয়েছিল বলে সকলের অনুমান। এদিন সকালের এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত তারাপুর হাসপাতাল কলোনি  উত্তরপাড়া সংলগ্ন একটি বাগানে সকালবেলা এক মহিলার অর্ধনগ্ন  দেহ এলাকাবাসীর নজরে আসে। মহিলার পাশেই আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একটি শিশুকে। এরপরই এলাকার লোকজন খবর দেন সামশেরগঞ্জ  থানায়। 

    সামশেরগঞ্জ থানা থেকে পুলিশ এসে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। মহিলার পাশে উদ্ধার হওয়া শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে পাঠানো হয় নিকটবর্তী অনুপনগর হাসপাতালে। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করে দেন চিকিৎসকরা।  তবে মৃত ওই মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ এবং পাশে গুরুতর আহত এক শিশু উদ্ধারের ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকাজুড়ে। দেহ শনাক্তকরণ-সহ গোটা ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। 

    আব্দুল মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, "বৃহস্পতিবার সকালবেলা তারাপুর হাসপাতালের পিছনের বাগানে এলাকাবাসীর নজরে আসে অর্ধনগ্ন এক মহিলার দেহ। তার পাশে তিন বছরের একটি বাচ্চাকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখনই আমরা পঞ্চায়েত অফিস এবং সামশেরগঞ্জ থানায় খবর দিই। থানা থেকে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং আমাদের এক পঞ্চায়েত সদস্য আশঙ্কাজনক অবস্থায় বাচ্চাটিকে নিকটবর্তী অনুপনগর  হাসপাতালে নিয়ে যায়। তবে এলাকাবাসীর কেউই এখনও পর্যন্ত মহিলাকে শনাক্ত করতে পারেননি।" 

    ওই মহিলাকে অন্য জায়গা থেকে এনে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অনুমান। মৃত ওই মহিলা বিবাহিত এবং পাশে উদ্ধার হওয়া শিশুটি তাঁর সন্তান বলে এলাকাবাসী জানতে পেরেছেন। এক গ্রামবাসী জানান, তাঁদের অনুমান ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর সেই অস্ত্র দিয়ে শিশুটিকেও খুন করার চেষ্টা করা হয়েছিল। শিশুটির মাথায় এবং মুখে গভীর ক্ষত চিহ্ন রয়েছে এবং আতঙ্কে সে নিজের নাম ঠিকানা পর্যন্ত বলতে পারছে না।  

    এসডিপিও (ফরাক্কা) শেখ সামসুদ্দিন বলেন, "ফরাক্কা এবং সামশেরগঞ্জ থানার সীমান্তবর্তী একটি এলাকায় বাগানের মধ্যে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। মহিলার দেহের পাশে তাঁর সন্তানকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বেলা ১১ টা পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। কীভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
  • Link to this news (আজকাল)