নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে SIR হিয়ারিংয়ে ডেকে পাঠানোর খবর প্রকাশ্যে আসার পর থেকেই কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল। সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। এই নিয়ে এবার বিবৃতি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিকের দফতর। সঙ্গে এ-ও জানালেন, কেন নোটিশ জারি করা হয়েছে ক্রিকেটার মহম্মদ শামি এবং তৃণমূলের তারকা সাংসদ দেবকে।
পিটিআই-এর খবর অনুযায়ী, রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নোবেলজয়ী অমর্ত্য সেনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানোর বিষয়টি নিতান্তই রুটিন ওয়ার্ক। ক্রিকেটার মহম্মদ শামি এবং অভিনেতা সাংসদকে দেবকেও রুটিন ইলেকটোরাল ভেরিফিকেশনের কাজের জন্যই হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে। এগুলির কোনওটিই ইচ্ছাকৃত বা টার্গেট করে পাঠানো হয়নি বলে দাবি CEO অফিসের।
বুধবার CEO দফতরের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এনুমারেশন ফর্মের স্ক্রুটিনি করে দেখা গিয়েছে এঁদের দেওয়া তথ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। ফর্মে যে তথ্যগুলি দেওয়া হয়েছে এই ব্যক্তিদের তরফে তাতে এমন অনেক কলাম রয়েছে যেগুলি পূরণ করা হয়নি। তার জন্যই রুটিন হিয়ারিং নোটিশ গিয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নির্বাচনী সভা থেকে দাবি করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে SIR হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। যদিও প্রথমে কমিশন জানিয়েছিল, তাঁকে SIR নোটিশ পাঠানো হয়নি। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভোলবদল কমিশনের। বুধবারই অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি 'প্রতীচী'-তে পৌঁছে যায় কমিশনের টিম। ধরানো হয় হিয়ারিংয়ের নোটিশ। যে নোটিশ অমর্ত্য সেনের নামে ইস্যু করা হয়েছে, তাতে লেখা হয়েছে, প্রবাসী ভারতীয় অমর্ত্য সেনের এনুমারেশন ফর্মে তথ্যগত ভুল রয়েছে। অমর্ত্য সেনের ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সঙ্গে মায়ের বয়সের পার্থক্য মোটে ১৫ বছর। যা স্বাভাবিক ভাবে প্রত্যাশিত নয়।