• জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র, SIR-এর মতোই চলবে এনুমারেশন
    প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৭ সালের জনগণনার (Census 2027) প্রথম পর্ব চলতি বছর ১ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি হবে। প্রথম দফাটি চলবে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

    কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন।২০২৭ সালের আদমশুমার হবে ভারতের ১৬তম এবং স্বাধীনতার পরে থেকে অষ্টম আদমশুমার। ১৯৪৮ সালের আদমশুমার আইন এবং ১৯৯০ সালের আদমশুমার বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এই মুহূর্তে এসআইআরের কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে ২০২৭ সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা।

    এখানেই প্রশ্ন উঠছে। স্বাভাবিক নিয়মে ভোট হলে এপ্রিল মাসে বাংলা-সহ পাঁচ রাজ্যে নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। তাছাড়া ভোট প্রক্রিয়ায় এমনিতেই প্রশাসনের একটা বড় অংশ। তার উপর জনগণনার চাপ পড়বে না তো?

    যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনও সময় ৩০ দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরও করা যেতে পারে। অবশ্য এই ৩০ দিনের তথ্য সংগ্রহের আগে আমজনতাকে ১৫ দিনের একটা সময়সীমা দেওয়া হবে এনুমারেশনের মাধ্যমে নিজেদের ঠিকানা প্রশাসনকে জানানোর। সেক্ষেত্রে প্রতিটি রাজ্যকেই বিবৃতি দেওয়া থেকে শুরু করে জনগণনার প্রথম পর্ব শেষ করার জন্য অন্তত মাস দু’য়েক সময় দিতে হবে।
  • Link to this news (প্রতিদিন)