• নিউটাউনের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
    প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   বুধবার সন্ধ্যার পর বৃহস্পতিবার সকাল। কয়েকঘণ্টার ব্যবধানে ফের শহরে অগ্নিকাণ্ডের (Kolkata Fire) ঘটনা। নিউটাউনের (Newtown) থাকদাঁড়ি এলাকার একটি বহুতলে বিধ্বংসী আগুনে লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ছয়টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে বহুতলের বিভিন্ন তলায়। বহুতলের কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল আধিকারিকরা। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের।

    জানা গিয়েছে, নিউটাউনের ওই বহুতলে একাধিক সংস্থার অফিস রয়েছে। এদিন সকালে বহুতলের উপরেরতলার কয়েকটি জানলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দুটি পরে, পরে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার নেয়। বেশ কয়েকটি জায়গা থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার মুহূর্তে ওই বহুতলে কেউ ছিল না।

    বলে রাখা প্রয়োজন, বুধবার সন্ধ্যয় আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বসতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা ২০ মিনিট। নোনাডাঙার বসতিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একের পর এক ঝুপড়ি চলে যায় আগুনের গ্রাসে। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি বেগতিক হওয়ায় একে একে দমকলের আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনার প্রায় দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বসতির আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে শতাধিকের বেশি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। শীতের রাতে ঘর ছাড়া বহু মানুষ। 
  • Link to this news (প্রতিদিন)